বাংলাদেশে গত ৫ই অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর, বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি, প্রো-ভিসিসহ প্রশাসনিক দায়িত্বে থাকা শিক্ষকরা একে একে পদত্যাগ করতে থাকেন। এরমধ্যেই বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে খবর আসতে থাকে যে, কোনও কোনও শিক্ষক হেনস্থার শিকার হচ্ছেন।
শিক্ষকদের ঘেরাও করে পদত্যাগে বাধ্য করা, অপমান-অপদস্থ করা এবং বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেবার অভিযোগও আছে। শিক্ষকদের মধ্যে কারা সরকারের পক্ষ হয়ে কাজ করেছেন এবং আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এমন অভিযোগে এবং বিশেষ করে সংখ্যালঘু শিক্ষকদের চাকরি ছাড়ার হুমকি এবং চাপপ্রয়োগ করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয়গুলোতে খোঁজ নিয়ে জানা যাচ্ছে, মূলত: আওয়ামী পন্থী শিক্ষক এবং যারা সরাসরি আন্দোলনের পক্ষে কথা বলেননি, অনেক ক্ষেত্রে তারাই হেনস্থার মুখে পড়েছেন।।এছাড়াও সংখ্যালঘু শিক্ষকদের অবস্থা আরো শোচনীয়।
অপমান-অপদস্থের শিকার হয়েছেন, অন্য শিক্ষকদের কাছে নিজেই ফোন করে সাহায্য চেয়েছেন এবং শিক্ষার্থীদের হামলার ভয়ে ক্যাম্পাসে থাকছেন না এমন অন্তত তিনজন শিক্ষকের সঙ্গে সংবাদ কর্মীরা যোগযোগ করলে, তারা কেউই কথা বলতে রাজি হননি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক চন্দ্রনাথ পোদ্দার। গত ২১শে অগাস্ট নিজ বিভাগে কাজ শেষে জানতে পারেন নিচে শিক্ষার্থীরা তার জন্য অপেক্ষা করছেন। পরে বিভাগে এসে শিক্ষার্থীরা নানা রকম প্রশ্ন করতে থাকেন মি. পোদ্দারকে। ছাত্র আন্দোলনে তিনি কেন শিক্ষার্থীদের পক্ষে ভূমিকা রাখেননি? কেন তিনি নীল দলের কর্মসূচিতে অংশ নিয়েছেন?এসব বিষয়ে প্রশ্ন করা হয় তাকে। পরে অন্য শিক্ষকদের মাধ্যমে তাকে জানানো হয় যে তার ক্লাস বয়কট করা হবে।
মি. পোদ্দার বলেন, “আমি শুনেছি যে তারা বলেছে, তারা আমার ক্লাস করবে না। বিশ্ববিদ্যালয় থেকেও আমাকে স্থায়ীভাবে অবসর নিতে হবে এমন কথাও আমি শুনেছি।”
মি. পোদ্দার ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক। বিভাগ সূত্রে জানা যাচ্ছে, ছাত্র আন্দোলনে মি. পোদ্দার অংশ নেননি, এই অভিযোগে তাকে তাৎক্ষণিকভাবে চাকরি ছেড়ে দিতে চাপ দেয় শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের হই-হুল্লোড় এবং নানামুখী প্রশ্নে বিপর্যস্ত এই শিক্ষক এখন আর বিভাগে যাচ্ছেন না। মি. পোদ্দার সংবাদ মাধ্যমকে জানান, এই ঘটনার পর তার পরিবারের মধ্যেও ভয় ঢুকে গেছে।
“সবকিছু মিলিয়ে আমরা অনেক শিক্ষকই এখন একটা ভালনারেবল সিচুয়েশনে আছি। এগুলো জানতে পেরে পরিবার উদ্বিগ্ন হয়েছে। আমার একটা মেয়ে আছে। সে কান্নাকাটি করেছে। আমার স্ত্রী কখনও চিন্তাও করেনি যে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে আমি এ ধরনের প্রশ্নের মুখোমুখি হবো।”
“ফেসবুকে কেউ কেউ স্ক্রিনশট ছড়িয়েছে যে আমি টকশোতে গিয়েছি। কিন্তু টকশোতে তো আন্দোলনের বিরুদ্ধে কোন কথা বলিনি। আমি আন্দোলনের পক্ষে, কোটা সংস্কারের পক্ষে। তারা টকশোটা দেখেনি, কিছু পড়েওনি। সে কারণে আমি নিজেই তাদের সঙ্গে কথা বলে সমাধান করতে চেয়েছি।”
রাজধানীর আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ গীতাঞ্জলী বড়ুয়াকে জোর করে পদত্যাগপত্রে সই করিয়ে নেয় শিক্ষার্থীরা। এই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
আজিমপুর সরকারি গার্লস কলেজের অধ্যক্ষ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা গীতাঞ্জলী বড়ুয়া সংবাদ মাধ্যমকে বলেন, ‘১৮ আগস্ট একদল ছাত্রী ক্যাম্পাসে এসে স্লোগান দেয়। সহকারী প্রধান শিক্ষকসহ কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। এক পর্যায়ে তারা আমাকে পদত্যাগপত্র লিখে সই করতে বলে। আমি নিজের সম্মান রক্ষার্থে পদত্যাগপত্র লিখে তাদের দেই। পরে ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের মাধ্যমে সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আমি এখানে নতুন যোগদান করেছি। সে কারণে নিরাপত্তাজনিত সমস্যা হতে পারে ভেবে ক্যাম্পাসের ভবনে না থেকে, আমার ছেলেমেয়েসহ এখনও আত্মীয়-স্বজনের বাসায় আছি। আমার এসব ঘটনা শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরকে জানিয়েছি।’
গীতাঞ্জলী বড়ুয়াকে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছিল। এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়টি জানতে চাইলে তিনি বলেন— ‘আমাকে শারীরিকভাবে কেউ নির্যাতন করেনি। গাছে বেঁধে রাখা একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে আমি শুনেছি। তবে সেই ছবি আমার না। পুরো ঘটনার সময় আমি আমার অফিসেই ছিলাম। সেনাবাহিনী আসার পর আমি এবং শিক্ষকরা নিরাপদে বের হয়ে গিয়েছি।’
গত ১১ আগস্ট রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায়কে জোর করে পদত্যাগপত্রে সই করিয়ে নেয় শিক্ষার্থীরা। একই দিন প্রতিষ্ঠানের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক ড. ফারহানা খানমকে পদত্যাগে বাধ্য করানো হয়। ড. ফারহানা খানম বলেন, জোর করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং আমাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়। ভয়ভীতি দেখানো হয়।’