ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে ১০ দিন ব্যাপী বৃক্ষমেলা শুরু

admin
July 23, 2017 6:38 pm
Link Copied!

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ  ‘স্বাস্থ্য পুষ্টি অর্থ চাই দেশী ফলের গাছ লাগাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১০ দিনব্যাপী পঞ্চগড়ে বৃক্ষ রোপন অভিযান, বনজ, ফলদ ও ঔষধি বৃক্ষমেলা শুরু হয়েছে।
পঞ্চগড় জেলা প্রশাসন, বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে সকাল ১১টায় একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালীতে জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল, পুলিশ সুপার মোঃ গিয়াস উদ্দীন আহমদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শামছুল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, বন বিভাগের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, নার্সারী কর্তৃপক্ষ, এনজিও প্রতিনিধি, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়।
পরে জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল সরকারী অডিটোরিয়াম চত্বরে ফিতা কেটে বৃক্ষমেলার উদ্বোধন ঘোষণা করেন। বিভিন্ন ফল-ফুল ও ওষুধি গাছের চারা নিয়ে ১৫টি নার্সারী এবার মেলায় অংশ নেয়।
http://www.anandalokfoundation.com/