13yercelebration
ঢাকা

নিয়োগে দুর্নীতিতে ৪ উপ-সচিবসহ ৫৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

admin
October 7, 2015 11:03 pm
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ খাদ্য পরিদর্শক পদে নিয়োগে দুর্নীতি জালিয়াতির অভিযোগে খাদ্য অধিদপ্তরের পরিচালকসহ ৫৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার দুদকের উপ-পরিচালক মোহাম্মদ মনিরুল হক বাদি হয়ে রাজধানীর শাহবাগ থানায় এই মামলা দায়ের করেন।খাদ্য পরিদর্শক পদে  মেধাবীদের বঞ্চিত করে নম্বর ঘষা-মাজার মাধ্যমে অযোগ্যদের নিয়োগ  দেওয়ার অভিযোগে চার উপ-সচিবসহ  মোট ৫৩ জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।বুধবার রাজধানীর শাহবাগ থানায় এ মামলা দায়ের করেন দুদকের উপ-পরিচালক ও  অনুসন্ধানকারী কর্মকর্তা  মোহাম্মদ মনিরুল হক।

খাদ্য অধিদফতরের খাদ্য পরিদর্শক পদে নিয়োগ জালিয়াতির অভিযোগে যাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপ-সচিব (খাদ্য ও দুর্যোগ মন্ত্রণালয়ের সাবেক উপ-সচিব) নাসিমা বেগম, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব (জনপ্রশাসনের সাবেক সিনিয়র সহকারী সচিব) রোকেয়া খাতুন, সরকারি কর্মকমিশনের উপ-সচিব (কর্মকমিশনের সাবেক উপ-পরিচালক) মো. মাহবুবুর রহমান ফারুকী, জনপ্রশাসনের উপ-সচিব (সংস্থাপন মন্ত্রণালয়ের সাবেক উপ-পরিচালক) ইফতেখার আহমেদ এবং খাদ্য অধিদফতরের বর্তমান পরিচালক (সংগ্রহ) ইলাদী দাদ খান (খাদ্য অধিদফতরের সাবেক পরিচালক)।

http://www.anandalokfoundation.com/