নাটোর প্রতিনিধিঃ বুধবার দুপুরে নাটোরের সিংড়া পৌরসভা হলরুমে মানব পাচারের শিকার ব্যক্তিদের সুরক্ষা প্রকল্পের প্রকল্প সমাপনী আলোচনা সভা হয়েছে।
পল্লী কল্যাণ শিক্ষা সোসাইটি (পিকেএসএস) উদ্যোগে ও রিলিফ ইন্টারন্যাশনাল এর সহযোগীতায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জাহেদুল ইসলাম। সভায় বিশিষ্ট রবীন্দ্র গবেষক ও রাজশাহী কলেজের সাবেক প্রফেসর ড. আশরাফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আন্জুমান আরা, সমাজ সেবা কর্মকর্তা আব্দুল মমিন, চলনবিল জীববৈচিত্র রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, পিকেএসএস’র নির্বাহী পরিচালক ডেইজি আহমেদ প্রমূখ।