13yercelebration
ঢাকা

নবীগঞ্জে একটি পরিবারকে একঘরে করে রাখার অভিযোগ

Link Copied!

নবীগঞ্জ উপজেলার ১১নং গজনাইপুর ইউনিয়নের শতক সৈয়দাবাদ গ্রামে একটি পরিবারকে একঘরে করে রাখার অভিযোগ উঠেছে। সূত্রে জানা যায়, উপজেলার শতক সৈয়দাবাদ গ্রামের উমান প্রবাসী আব্দুল মতিনের স্ত্রী মোছাঃ শাকিরুন আক্তার এর পরিবারবর্গকে একঘরে করে রেখেছে এলাকার মাতব্বর একই গ্রামের মৃত- এনাম উদ্দিনের পুত্র নাছির উদ্দিন, মৃত- আমির উল্লাহর পুত্র ছরকুম উল্লাহ, মৃত- নিজাম উদ্দিনের পুত্র রেনু মিয়া, আকল উল্লাহর পুত্র মনফর উল্লাহ গং শতক সৈয়দাবাদ গ্রামের মাতব্বররা একত্রিত হয়ে তারা নিষেধ করেন যে গ্রামের কাহারো জায়গায় যাইতে পারিবে না, টিউবওয়েল থেকে পানি আনিতে এবং বাজার সওদা করিতে পারিবে না শাকিরুনের পরিবার ও আত্মীয় স্বজন।

এতে করে তার ছেলে-মেয়ে স্কুলে যাওয়া আসা করতে পারছে না। উল্লেখ্য, শতক সৈয়দাবাদ গ্রামের মৃত- আনছার উল্লাহর পুত্র আলী হোসেন কর্তৃক শাকিরুন আক্তার ২১/১২/২০২১ইং ধর্ষিত হইতে গত ০২/০১/২০২২ইং আলী হোসেন এর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-৩ আদালতে মামলা দায়ের করা নিয়ে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নবীগঞ্জ থানা অফিসার ইনচার্জ বরাবর একটি লিখিত অভিযোগ দেন শাকিরুন আক্তার। এ ব্যাপারে ইউপি সদস্য ইকবাল আহমদ ছালিক একঘরে করে রাখার স্বত্বতা স্বীকার করেন। ঘটনাস্থল সরজমিন পরিদর্শন করেন নবীগঞ্জ থানার এস.আই মোঃ শাহিন মিয়া।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট যোগাযোগ করা তিনি বলেন বিষয়টি ইউপি চেয়ারম্যানকে গ্রাম আদালতে দেখার জন্য বলে দেওয়া হয়েছে। এ বিষয়ে অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমদ এর সাথে যোগাযোগ তিনি জানান গ্রামে তাদের মধ্যে ছোট বড় গ্রুপ রয়েছে এবং রাস্তা নিয়ে পূর্ব বিরোধ রয়েছে।

http://www.anandalokfoundation.com/