ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

দৌলতদিয়া-পাটুরিয়া রুটে নৌ-যান চলাচল বন্ধ

Rai Kishori
March 12, 2019 12:38 pm
Link Copied!

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে মঙ্গলবার ভোর সাড়ে চারটা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

সকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেন।

এতে করে দৌলতদিয়া প্রান্তে দীর্ঘ হচ্ছে নদী পার হতে আসা যানবাহনের সারি এবং ভোগান্তিতে পড়ছেন সিরিয়ালে আটকে থাকা যাত্রীরা।

মো. রুহুল আমিন জানান, পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নৌ-দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ভোর থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে। এ রুটে বর্তমানে মোট ১৭টি ফেরি চলাচল করছে।

নদী পারের অপেক্ষায় দৌলতাদিয়ায় যে যানবাহনগুলো সিরিয়ালে রয়েছে, ফেরি চলাচল স্বাভাবিক হলে দ্রুত এ চাপ কমে যাবে।

http://www.anandalokfoundation.com/