নিজস্ব প্রতিবেদকঃ যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে তারাই এই ৭ই মার্চের ভাষণকে মুছে ফেলার চেষ্টা করেছে। আসলে তারা কারা। এখন কী তাদের লজ্জা লাগে না বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৮ নভেম্বর ) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের নাগরিক কমিটির আয়োজিত ‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের প্রামাণ্য দলিল হিসেবে স্বীকৃতি উপলক্ষে নাগরিক সমাবেশে তিনি এ কথা বলেন।
নাগরিক সমাজের আহবায়ক ইমিরেটস অধ্যাপক ড. আনিসুজ্জামান এতে সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন নজরুল গবেষক অধ্যাপক ড. রফিকুল ইসলাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইশবাল, বাংলাদেশে নিযুক্ত ইউনেস্কোর কান্ট্রি ডিরেক্টর বিট্রিস কালদুল, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, শ্যামলী নাসরিন চৌধুরী, কবি শামসুল হকের ‘আমার পরিচয়’ কবিতাটি পাঠ করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। অনুষ্ঠানের মধ্যে গানে গানে বঙ্গবন্ধুর কথা বলেন মমতাজ বেগম।
নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার ও শহীদ বুদ্ধিজীবী আবদুল আলীম চৌধুরীর মেয়ে ডা. নুজহাত চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আবৃত্তি করবেন কবি নির্মলেন্দু গুণ ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের নাগরিক সমাবেশ একটি প্রস্তাব পাঠ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি নাগরিক সমাজের পক্ষ থেকে ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে একটি লিখিত বক্তব্য পাঠ করেন এবং ইউনেস্কোর কান্ট্রি ডিরেক্টর বিট্রিস কালদুলের কাছে লিখিত প্রস্তাবটি তুলে দেন।