রাজিব শর্মা, (চট্টগ্রাম ব্যুরো): সিইউজের সদস্য ও দৈনিক সুপ্রভাত বাংলাদেশের সহযোগী সম্পাদক হোসাইন তৌফিক ইফতেখার গুরুতর অসুস্থ। আজ বৃহস্পতিবার বেলা একটার দিকে চট্টগ্রাম থেকে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুল্যান্সে করে তাকে ঢাকার অ্যাপেলো হাসপাতালে নেওয়া হয়। এ সময় সাংবাদিক নেতা, সহকর্মী ও স্বজনরা উপস্থিত ছিলেন।
সূত্রে জানা গেছে, গতকাল বুধবার তিনি জ্বরে আক্রান্ত হয়ে প্রথমে নগরের সেবা হাসপাতালে ভর্তি হন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে নগরীর ওআর নিজাম রোডের মেডিকেল সেন্টার ক্লিনিকে এসডিইউতে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার সিটি স্ক্যান করানো হয়। এ পরীক্ষায় তার কোনো সমস্যা না পাওয়ায় তাকে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেন চিকিৎসকেরা।
সাংবাদিক হোসাইন তৌফিক ইফতেখারের রোগমুক্তির জন্য দোয়া চেয়েছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিমুদ্দীন শ্যামল ও সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস।