সুমন দত্ত: ঢাকায় শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ইন্টেরিয়র ও ফার্নিচার টেকনোলজি এক্সপো ২০২৫। পূর্বাচলের বসুন্ধরা কনেভনশন সেন্টারের ৩ নম্বর (রাজদর্শন) এই প্রদর্শনী শুরু হবে আগামী ৬ ফেব্রুয়ারি। চলবে ৮ ফেব্রুয়ারি ২০২৫ ইং পর্যন্ত। মেলায় ৯টি দেশের ৩০টি প্রতিষ্ঠানের ৮০টি স্টল থাকবে। প্রতিদিন সকাল ১০ টা ৩০ মিনিট থেকে শুরু হয়ে চলবে রাত ৮টা পর্যন্ত।
৬ ফেব্রুয়ারি সকাল ১১টায় মেলা উদ্বোধন করবেন বাংলাদেশ স্থপতি ইন্সটিটিউটের সভাপতি প্রফেসর ড. আবু সাইদ আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন ড. এম মাসুদ উর রশিদ ও বাংলাদেশে ফার্নিচার ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশনের মাননীয় চেয়ারম্যান জনাব সেলিম এইচ রহমান।
মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে মিট দ্যা প্রেস অনুষ্ঠানে এফ টাচ ইভেন্ট লিমিটেডের পরিচালক শেখ ফিরোজ আহমেদ এসব কথা বলেন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উডটেক সলিউশন লিমিটেডের সিইও নইমুল হোসেন খান, আহসান শামীম সিএমও, উডটেক সলিউশনের লিমিটেডের রোটারিয়ান আলী ভূঁইয়া, কামরুজ্জামান সজিব, শফিকুল আলম শাওন, সোহেল রানা, শেখ ফিরোজ আহমেদ প্রমুখ।
মেলায় বাংলাদেশসহ ৯টি দেশের পণ্য থাকবে। দেশগুলো হচ্ছে চীন, ইটালি, যুক্তরাষ্ট্র, পোল্যান্ড, জার্মানি,তাইওয়ান, হংকং, ইন্ডিয়া। ৫০ টি দেশি বিদেশি ব্রান্ড এর কিচেন সলিউশন, আধুনিক গৃহসজ্জা পণ্য, ফার্নিচার সিরামিক , ফিটিংস, লাইটিং প্রযুক্তি ইত্যাদি একই ছাদের নিচের প্রদর্শিত হবে। ফার্নিচার শিল্প ও কাঠের দরজা নিয়ে যার কাজ করেন তাদের জন্য থাকছে বিভিন্ন আধুনিক সরঞ্জাম মেশিনারি।
শেখ ফিরোজ আহমেদ বলেন, এই মেলায় ইন্টেরিয়র টেকনোলজি, উড মেশিনারি ও মেটাল মেশিনারিজ এর কিছু নতুন পণ্য থাকবে। এসব প্রযুক্তি ব্যবহার করে আধুনিক ফার্নিচার তৈরি করা যাবে। এছাড়া মেলা থেকে কোনো পণ্য কিনলে গ্রাহকদের জন্য থাকছে বিশেষ ছাড়।
উডটেক সলিউশনের ব্যবস্থাপনা পরিচালক নইমুল হোসেন খান বলেন, এবারই প্রথম উদ্যোক্তা, ফার্নিচার প্রস্তুতকারী, আর্কিটেক্ট, ইন্টেরিয়র ডিজাইনার ও পেশাজীবী, শিক্ষার্থী এবং এই খাতের অভিজ্ঞদের মিলন মেলায় পরিণত হতে যাচ্ছে।