আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধি॥ জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার মুক্ত ও অকাল মৃত্যুর কবলে পড়বেনা নিশ্চিত করার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর, ইউএনএফপিএ,বি ডাব্লিউ এইচ সি এর উদ্যোগে মঙ্গলবার সকালে সিভিল সার্জন সম্মেলন কক্ষে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডাঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস। বক্তব্য দেন সিনিয়র শিক্ষা কর্মকর্তা আশিস কুমার সাহা, শিশু বিষয়ক কনসালটেন্ট ডাঃ শাহানাজ ডাঃ সাজ্জাদ হায়দার শাহীন,জুনিয়র কনসালটেন্ট বক্ষব্যাধি ক্লিনিক ডাঃ আবু মোহাম্মদ খায়রুল কবির, মুল উপস্থাপক হিসেবে বক্তব্য দেন গাইনী কনসালটেন্ট ডাক্তার রোকেয়া সাত্তার।
আলোচনা সভায় ঠাকুরগাঁওয়ে জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার মুক্ত ও অকাল মৃত্যুর কবলে পড়বেনা নিশ্চিত করতে ওরিয়েন্টেশনে মুক্ত মাতৃত্ব নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা তুলে ধরেন বক্তারা।
এছাড়াও এ সকল রুগীদের অনুসন্ধান চাওয়া হয়,ওই রুগীদের পূনঃবাসন সহ ফ্রি চিকিৎসা করা হবে বলে তারা জানান। এ সময় ঠাকুরগাঁও জেলার প্রেস ক্লাব গুলোর সদস্য ও সরকারি বেÑসরকারি কর্মকর্তা কর্মচারিসহ স্বাস্থ্য সেবিকারা উপস্থিত ছিলেন।
.