ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

টিলাগাঁও এ ওয়াফ কর্তৃক সেরা স্কুল এ্যাওয়ার্ড প্রদান

admin
December 20, 2016 6:11 pm
Link Copied!

নয়ন লাল দেব, মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার জেলার কুলাউড়ার টিলাগাঁও এ স্থানীয় এনজিও সংস্থা উই আর ফ্রেন্ডস ফর  হিউম্যান (ওয়াফ) কর্তৃক মেয়েদের জন্য সেরা স্কুল এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।

মঙ্গলবার (২০ ডিসেম্বর ) টিলাগাঁও এ.এন উচ্চ বিদ্যালয়ে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্বা আব্দুল মতিন । কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগ মের সভাপতিত্বে ও ওয়াফ এর নির্বাহী পরিচালক মো ঃ আব্দুল মালিক এর পরিচালনায় অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার এর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট, মোঃ ফারুক আহমদ, কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আ.স.ম. কামরুল ইসলাম, পতনউষার ইউ.পি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শামসুদ্দোহা পিপিএ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াসমিন, পৃথিমপাশা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল মনাফ, আইটিভিএস এর কমিউনিকেশন স্পেশালিষ্ট আমিনা আকবর আলো, হাজীপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মবশ্বির আলী, আইটিভিএস এর মনিটর রহমতুল আলম রঞ্জু,  সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু প্রমুখ । এছাড়াও অনুষ্টানে অংশগ্রহনকারী বিভিন্ন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, অন্যান্য সাংবাদিক, ইউপি সদস্য/সদস্যা, বিভিন্ন প্রাইমারি স্কুলের শিক্ষক,ইমাম, কাজি, পুরহিত সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সেরা স্কুল পুরষ্কার পায় এএটিএম বহুমূখী উচ্চ বিদ্যালয়,কমলগঞ্জ, টিলাগাঁও এ এন উচ্চ বিদ্যালয়,কুলাউড়া, মাহতাব ছায়েরা উচ্চ বিদ্যালয়,কুলাউড়া, মাষ্টার শরাফত আলী উচ্চ বিদ্যালয়,কুলাউড়া, হাজীপুর বালিকা উচ্চ বিদ্যালয়,কুলাউড়া। সেরা ৫ টি শিক্ষার্থী কমিটি পুরষ্কার পেয়েছে এএটিএম বহুমূখী উচ্চ বিদ্যালয়,কমলগঞ্জ, হাজীপুর বালিকা উচ্চ বিদ্যালয়,কুলাউড়া, সুলতানপুর বালিকা উচ্চ বিদ্যালয়, কুলাউড়া, অগ্রনী উচ্চ বিদ্যালয়,কুলাউড়া, শ্রীপুর উচ্চ বিদ্যালয়,কুলাউড়া। সেরা ০৩ জন অভিবাবক পুরষ্কার পেয়েছে কর্মধা উচ্চ বিদ্যালয়,কুলাউড়া, হায়দরগঞ্জ উচ্চ বিদ্যালয়,কুলাউড়া, এএটিএম বহুমূখী উচ্চ বিদ্যালয়,কমলগঞ্জ।  সেরা ০৩ জন শিক্ষক পুরষ্কার পেয়েছে হাজী মো: উস্তওয়ার আলী বালিকা উচ্চ বিদ্যালয়,কমলগঞ্জ, পতনউষার উচ্চ বিদ্যালয়,কমলগঞ্জ, মাহতাব ছায়েরা উচ্চ বিদ্যালয়, কুলাউড়া । উল্লেখ্য ক্যাম্পেইনিট ৫টি বিবেচ্য মানদন্ড তথা স্কুলে মেয়েদের অংশগ্রহন ও পড়াশুনার উন্নত সুযোগ, তাদের নেতৃত্বের বিকাশ, স্কুলে সহায়ক পরিবেশ, সামাজিক নিরাপত্তা, অভিবাবক শিক্ষক ও স্কুল ব্যবস্থাপনা কমিটির কার্যকর ভুমিকাকে বিবেচনায় এনে মেয়েদের স্কুলে ধরে রাখার জন্য নিজ নিজ স্কুলে কিছু অনবদ্য উদ্যোগ গ্রহণ করানোর মাধ্যমে সেরা স্কুল নির্বাচনের জন্য একটি প্রতিযোগিতার আয়োজন করে ।

 

 

http://www.anandalokfoundation.com/