ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

admin
May 12, 2018 2:02 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার ঝিনাইদহ॥ ১২মে’২০১৮ :  ‘নার্সেস বলিষ্ঠ কণ্ঠস্বর, স্বাস্থ্য মানবিক অধিকার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে আন্তজার্তিক নার্স দিবস পালিত হয়েছে।
ঝিনাইদহ নার্সিং ইনস্টিটিউটের উদ্যোগে শনিবার সকালে সিভিল সার্জনের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে নার্সিং ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। নার্সিং ইন্সট্রাক্টর ইনচার্জ আলেয়া খাতুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।

এসময় ঝিনাইদহ সদর হাসপাতালের প্রাক্তণ গাইনী কনসালটেন্ট ডা: এমদাদ হোসেন, নার্সিং ইন্সট্রাক্টর লিনা নাসরীন, বেলা রানী সাহা, রেহানা বানু, রুবিনা খাতুন, শামীম সিদ্দিকীসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বক্তব্য রাখেন। শেষে আধুনিক নার্সিংয়ের প্রবর্তক ফ্লোরেন্স নাইটিংগেলের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।

http://www.anandalokfoundation.com/