14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

গুলশান ক্যাফেতে হামলায় নিহত ১৭ বিদেশীর নাম প্রকাশ

admin
July 3, 2016 10:24 am
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ রাজধানী গুলশানে ক্যাফেতে বন্দুকধারীদের হামলায় নিহত ২০ জনের লাশ মর্গে রয়েছে, যাদের ১৭ জন বিদেশী বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে।
নিহত বিদেশীদের মধ্যে ৯ জন ইতালির, সাতজন জাপানি ও একজন ভারতের নাগরিক। বাকি তিনজন বাংলাদেশী, যাদের মধ্যে একজনের মার্কিন নাগরিকত্ব রয়েছে। বিডিনিউজ।
গুলশানের ওই ক্যাফেতে গতকাল সকালে অভিযানের কয়েক ঘণ্টা পর আইএসপিআর জানায়, সেখান থেকে ২০ জনের লাশ উদ্ধার করা হয়, যাদের বেশির ভাগই বিদেশী নাগরিক। রাতেই তাদের গলা কেটে হত্যা করে হামলাকারীরা। নিহতদের ১১ জন পুরুষ ও ৯ জন নারী।
নিজ দেশের নিহত নাগরিকদের পরিচয় প্রকাশ করেছে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা হলেন, বারিধারাভিত্তিক ইতালীয় বায়িং হাউজ স্টুডিও টেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নাদিয়া বেনেদিত্তো, গুলশান ২ নম্বরের আরেক ইতালীয় বায়িং হাউজ ডেকাওয়ার্ল্ড প্রাইভেট লিমিটেডের এমডি ভিনসেনজো দ আলেস্ত্রো, কদিও মারিয়া দান্তোনা, সিমোনা মন্টি, মারিয়া রিবোলি, আডেলে পুগলিসি, কদিও চাপেলি, ক্রিস্টিয়ান রোসিস ও মারকো তোনডাট।
গতকাল ইতালির পররাষ্ট্রমন্ত্রী পাওলো জেনতিলোনিও ঢাকায় হামলায় তাদের ৯ নাগরিক নিহত এবং একজন নিখোঁজ থাকার খবর জানান।
নিহত সাত জাপানি হলেন, তানাকা হিরোশি, ওগাসাওয়ারা, শাকাই ইউকু, কুরুসাকি নুবুহিরি, ওকামুরা মাকাতো, শিমুধুইরা রুই ও হাশিমাতো হিদেইকো।
নিহত ভারতীয় নাগরিক হলেন তারিশা জেইন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজও ঢাকার হামলায় ভারতীয় এ তরুণীর মৃত্যুর খবর জানিয়েছেন।
হামলায় নিহত তিন বাংলাদেশীর মধ্যে এলিগেন্ট গ্রুপের চেয়ারম্যানের মেয়ে অবিন্তা কবীর মার্কিন নাগরিক বলে জানিয়েছে আইএসপিআর। অবিন্তার নানা সুপারস্টোর ল্যাভেন্ডারের মালিক। অন্য দু’জন হলেন ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমানের নাতি ফারাজ হোসেন ও ডেএক্সওয়াই ইন্টারন্যাশনালের মানবসম্পদ বিভাগের পরিচালক ইশরাত আখন্দ।
http://www.anandalokfoundation.com/