মো. আমির সোহেল, কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনি পৌর এলাকার কাষ্টগড় গ্রামের মোঃ রশিদ শরীফ-(৬৮) নামের এক কৃষক এক সড়ক দূর্ঘটনায় আহত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার সন্ধায় তার মৃত্যু হয়েছে।
নিহতের পরিবার সুত্রে যানা গেছে, কাষ্টগড় গ্রামের মোঃ রশিদ শরীফ গত বুধবার সকালে একটি বিশেষ কাজের জন্য কালকিনি ভূরঘাটা থেকে বাস যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু ঢাকার সাভারের নবীনগর নামকস্থানে পৌছালে এ সময় পেছন থেকে একটি ট্রাক বাসটিকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। তাকে আহত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।