13yercelebration
ঢাকা

কারাদন্ড হতে পারে নেইমারের

admin
July 7, 2016 9:00 am
Link Copied!

নিউজ ডেস্কঃ স্প্যানিশ আদালতের রায়ে ইতিমধ্যে নেইমারের প্রমোদতরী, জেট বিমান বাজেয়াপ্ত করে নেয়া হয়েছে। বার্সেলোনায় পা দেয়া ইস্তক নেমারকে নিয়ে সমস্যা চলছে। মেসির কারাদণ্ডের পরে এবার নেমারকে নিয়েও সন্দেহ দানা বেঁধেছে। মেসির পরে এবার কি তবে ব্রাজিলীয় সুপারস্টারের পালা? এর আগেও কর ফাঁকি দেয়ার জন্য আর্জেন্টেনীয় মিডফিল্ডার হ্যাভিয়া মাসচেরানোকেও এক বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছিল স্প্যানিশ আদালত।
কর ফাকি দেওয়ার অভিযোগে লিওনেল মেসি এবং তার বাবা হর্হে মেসির ২১ মাসের কারাদণ্ড হয়েছে। একই পরিণতি হতে পারে ব্রাজিলের সুপারস্টার নেইমার দ্য সিলভারও। মেসির মতোই তার বিরুদ্ধেও একই অভিযোগ। তিনিও কর ফাঁকি দিয়েছেন বলে অভিযোগ।
এখনকার মেসি, নেমার, ম্যাসচেরানো নন, কর ফাঁকি দিয়েছেন এমন অভিযোগে বারবার অভিযুক্ত হয়েছেন ডিয়েগো ম্যারাডোনাও। তার বিরুদ্ধে ভয়ানক সব অভিযোগ আনা হয়। তার জন্য প্রায়শই ম্যারাডোনাকে ইতালির নেপলসেও যেতে হয়েছে।
http://www.anandalokfoundation.com/