13yercelebration
ঢাকা

কলাগাছের সাথে শত্রুতা!

admin
October 9, 2016 1:03 pm
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি॥ ৯ অক্টোবর’২০১৬: সামাজিক কোন্দালের জের ধরে ঝিনাইদহ সদর উপজেলার উদয়পুর গ্রামের কৃষক আবু তালেব হোসেন মিন্টু নামের এক কৃষকের ২ শতাধিক পরিপক্ক কলার কাঁদি কেটে দিয়েছে প্রতিপক্ষরা।

রোববার ভোররাতে উয়দপুর গ্রামের মাঠের ২২ কাঠা জমির কলার কাঁদি কর্তন করা হয়েছে।

কৃষক মিন্টু জানান, ওই গ্রামের মাঠে নিজের ২২ কাঠা জমিতে টাকা ধার করে কলার চাষ করেন তিনি।

গত শুক্রবার স্থানীয় এক ব্যবসায়ীর কাছে ১’শ কাঁদি কলা বিক্রি করে দিয়েছে। রোববার তা কাটার কথা ছিল। কিন্তু দুবৃর্ত্তরা রোববার ভোররাতে কলা ক্ষেতের সকল কাঁদি কেটে দিয়েছে। এতে তার অনেক টাকা ক্ষতি হয়েছে বলে জানান তিনি। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন তিনি। স্থানীয় কৃষক সোবাহান মন্ডল বলেন, কারও সাথে যদি শত্রুতা থাকে তাহলে তার ক্ষতি করুক। ফসলের ক্ষতি করা কোন বিবেকহীন মানুষের কাজ নয়।

আর এক কৃষক রহিম বিশ্বাস বলেন, সারাবছর কষ্ট করে সেই ফসল ঘরে তোলার সময় যারা কেটে দিল তাদের শনাক্ত করে দৃষ্টান্তমুলক শাস্তি দেওয়া উচিত।

http://www.anandalokfoundation.com/