13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

এক দফা দাবিতে তিন ঘণ্টার কর্মবিরতিতে নার্সরা

Link Copied!

ঘোষণা অনুযায়ী এক দফা দাবিতে সারাদেশে কর্মবিরতি পালন করছেন নার্সরা। মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ৯টা থেকে কর্মবিরতি শুরু করেন তারা।

তাদের দাবি, আমলা ও ক্যাডারদের বাদ দিয়ে নার্সদের মধ্য থেকে যোগ্য ও দক্ষতার ভিত্তিতে ওইসব পদে তাদেরকে পদায়ন করতে হবে।

সরেজমিনে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নার্সদের কর্মবিরতি পালন করতে দেখা যায়। তবে জরুরি বিভাগ, জরুরি ওটি, আইসিইউ, পিআইসিইউ, ডায়ালাইসিস ও জরুরি চিকিৎসা সেবা চালু রয়েছে। দাবি আদায় না হলে বুধবারও তারা কর্মবিরতি পালন করবেন।

নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য সাব্বির মাহমুদ জানান, ঘোষণা অনুযায়ী আজ সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিন ঘণ্টার কর্মবিরতি চলছে। দাবি না মানলে বুধবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৫ ঘণ্টার কর্মবিরতি পালন করা হবে। দাবি আদায়ে এরপর কমপ্লিট শাটডাউনে যাওয়ার পরিকল্পনা রয়েছে আমাদের।

এর আগে, সোমবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেল কলেজে জরুরি বিভাগে এক সংবাদ সম্মেলনে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের আহ্বায়ক ড. মো. শরিফুল ইসলাম সারা দেশশে তিন ঘণ্টার কর্মবিরতি ঘোষণা করেন।

http://www.anandalokfoundation.com/