নির্বাচনের আগে-পরে সংখ্যালঘুদের ওপর অত্যাচার-নির্যাতন-জুলুম একপ্রকার নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যালঘু নির্যাতন নিপীড়ন হত্যার মতো অনানুষ্ঠানিক তাণ্ডব লীলার পুনরাবৃত্তি শুরু হয়েছে।
আজ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দূর্গানগর ইউনিয়নের রাংটিয়া গ্রামে আশুতোষকে হত্যার মধ্য দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনী তাণ্ডব লীলার সূত্রপাত।
স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ কালু মন্ডল নামে এক ভূমিদস্যু দুর্বৃত্তের কাছে জমি বিক্রি না করায় তার নেতৃত্বে আজ সকালে আশুতোষের বাড়িতে সশস্ত্র হামলা চালানো হয়।
সন্ত্রাসী কালু মন্ডল এবং তার সহযোগীরা আশুতোষকে টেনে হিচড়ে রাস্থায় নিয়ে হত্যা করে এবং আশুতোষের স্ত্রী কন্যা সহ চারজনকে গুরুতর আহত করে।
ন্যাক্কারজনক এই ঘটনাটা ঘটেছে দেশে এত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ীর ক্রসফায়ার হয়, কালু মন্ডলের মতো হত্যাকারীদের কেন ক্রসফায়ার হবেনা??? সংখ্যালঘু নির্যাতনকারীদের বেলায় সরকারের “জিরো টলারেন্স” নীতির আশা সাধারণ জনগনের।