ঢাকা: একুশে পদকপ্রাপ্ত বাংলাদেশের প্রথমনারী আলোকচিত্রী সাইদা খানম এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।
প্রতিমন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
সংস্কৃতি প্রতিমন্ত্রী মরহুমার বিভিন্ন অবদানের কথা উল্লেখ করে বলেন, ‘৫০ এর দশকে বেগম পত্রিকায় আলোকচিত্রী হিসেবে কাজ শুরু করেন সাইদা খানম।
১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরুর আগে ঢাকার আজিমপুর এলাকায় অস্ত্রহাতে প্রশিক্ষণরত নারীদের ছবি তোলেন। আলোকচিত্রী সাইদা খানমের অনুপ্রেরণায় পরবর্তীতে এ সাহসিকতা ও মর্যাদাপূর্ণ পেশায় অনেক নারীর পদচারণা ঘটেছে। বাংলাদেশে নারীজাগরণের অন্যতম পথিকৃৎ এ মহীয়সী নারী তাঁর কর্মের মধ্য দিয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন।
উল্লেখ্য, সাইদা খানম আজ মঙ্গলবার রাত আনুমানিক ৩.০০ টায় রাজধানীর বনানীর নিজ বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেন।