ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আফগানিস্তানে সিরিজ বিস্ফোরণ, নিহত ৭ জন

অনলাইন ডেস্ক
September 19, 2021 10:19 am
Link Copied!

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদ ও রাজধানী কাবুলে শনিবার পাঁচটি বিস্ফোরণে কমপক্ষে সাতজন নিহত এবং আরো ৩০ জন আহত হয়েছে। তালেবান সূত্র আল জাজিরাকে এই তথ্য জানিয়েছে। তালেবান এই হামলার জন্য আইএসকে দায়ী করেছে। তবে এখন পর্যন্ত কেউ হামলার দায়দায়িত্ব স্বীকার করেনি।

জালালাবাদের চার বিস্ফোরণে অন্তত পাঁচজন এবং কাবুলে অন্তত দুজন নিহত হয়েছে।
আর কাবুলের দাশত-ই-বারচি এলাকায় একটি গাড়ি বোমা বিস্ফোরিত হলে ওই দুজন নিহত হয়।

তালেবানের একটি সূত্র আল জাজিরাকে জানায়, জালালাবাদ ও কাবুলের বিস্ফোরণগুলো আইএসআইএল-কে-এর কাজ বলে মনে হচ্ছে। তদন্ত চলছে। অপরাধীদের বিচারের আওতায় আনা হবে।

http://www.anandalokfoundation.com/