আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় দোকানঘর উঠানোকে কেন্দ্র করে হামলা সংঘর্ষে প্রতিবন্ধী, নারী, শিশুসহ দুই পক্ষের আহত হয়েছে ২০ জন। গুরুতর আহতদের আগৈলঝাড়া ও কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এঘটনয় দু’পক্ষের দায়ের করা মামলায় আসামী করা হয়েছে ৩২ জনকে। উপজেলার বাগধা ইউনিয়নের বাগধা পূর্বপাড় আলো মার্কেটে বুধবার বিকালে ও বৃহস্পতিবার দুপুরে দুই দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহত ও এজাহার সূত্রে জানাগেছে, প্রায় ৩০ বছর পূর্বে স্থানীয় বাসিন্দা আলোম ধামা রাস্তার পার্শ্বে দোকানঘর তুলে ব্যবসা শুরু করেন। তার নামেই ওই স্থানটি পরবর্তীতে আলো মার্কেট নামে পরিচিত হয়। আলোম ধামা মৃত্যুর পর তার ছেলে ও পরিবারের লোকজন দোকানঘরটি দেখাশুনা করছিল। একপর্যায়ে স্থানীয় সাহেব আলীর ছেলে সেকেন্দার আলী আলো ধামার ওই দোকানঘরটি নিজের দাবী করে দখলের চেষ্টা শুরু করে। এঘটনায় একাধিকবার জন প্রতিনিধি ও গণ্যমান্যদের সালিশ ব্যবস্থায় সিদ্ধান্ত দেওয়া হলেও তা ফলপ্রসু হয়নি। বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি জানান, বিরোধীয় জায়গাটিতে প্রায় ৩০ বছর পূর্বে স্থানীয় আলো ধামা দোকানঘর তুলে ব্যবসা শুরু করেন, তার নামেই ওই স্থানটি আলো মার্কেট নামে পরিচিত। গত ২১ সেপ্টেম্বর আলোম ধামার ছেলে সরোয়ার ধামা ঘর সংস্কার করতে গেলে সেকেন্দার লোকজন নিয়ে বাঁধা দিলে সংঘর্ষে দেলোয়ার হোসেন মিয়া (৪৫), সান্টু মিয়া (৪২), প্রতিবন্ধী শেখ খায়রুল মিয়া (৩৫), বেলায়েত (৪৫), আলেয়া বেগম (৪৫), শাহানারা (৫০), রিয়াজুল, গোলাম মওলা, আঃ হালিম মোল্লা, সেকেন্টার আলী, আবুল হোসেন, নূরন্নাহার, স্কুল ছাত্রী লিয়া, দিলারা, সম্পাসহ ২০ জন আহত হয়েছে।
হামলাকালীন প্রতিপক্ষরা সরোয়ার ধামার নির্মিত ঘর ভেঙ্গে গুড়িয়ে দেয়। এঘটনায় আগৈলঝাড়া থানায় সেকেন্দার আলী ও সরোয়ার ধামা বাদী হয়ে দুই পক্ষের ৩২ জনকে আসমী করে পৃথক দু’টি মামলা দায়ের করেন। এবিষয়ে আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম জানান, এঘটনায় প্রয়োজনীয় আইন ব্যবস্থা গ্রহণ করা হবে।