প্রবীর বিশ্বাস (ননী)ঃ গতকাল ২৫শে বৈশাখ ৮ মে রবিবার বিশ্ব কবি রবীন্দ্র নাথ ঠাকুরের ১৫৫তম জন্ম জয়ন্তি উৎসব উদযাপন করা হয়েছে বরিশালের আগৈলঝাড়া।
বিশ্ব কবির জীবনালক্ষে বিভিন্ন দিগ তুলে ধরে বাশাইল সাহিত্য সংসদ ও রামানন্দেরআঁক মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে ও রংধনু সঙ্গীত একাডেমীর সৌজন্য রবিবার বিকালে রামানন্দেরআঁক মাধ্যমিক বিদ্যালয় মাঠের বটতলায় জন্ম জয়ন্তি উৎসবে আলোচনায় অংশ গ্রহন করেন গৌরনদী চন্দ দ্বীপ সাহিত্য কেন্দ্রের সভাপতি বিশিষ্ট সাংবাদিক জহিরুল ইসলাম জহির, কবি সাহিত্যিক মনোজ কুমার গোমস্তা, মাসুদ বিন ভুইয়া পান্ন,ু ফাতেমা জান্নাত চাঁদনি, আন্দ কুমার মল্লিক, তেবাশিষ সরকার, তন্ময় কুমার বৈদ্দ্য, পলাশ মজুমদার, সাংবাদিক প্রবীর বিশ্বাস ননি, বাশাইল কলেজের প্রভাষক দীনেশ চন্দ্র জয়ধর, শশিকর কলেজের প্রভাষক জৌতিন্ময় বৈরাগী।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন শিল্পীরা মনোজ্ঞ রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন।