সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলা পরিষদের ২০১৯/২০ অর্থ বছরের রাজস্ব তহবিল হতে গরীব ও মেধাবী ১২৫ জন ছাত্র-ছাত্রীর মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা পরিষদ।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপ-সচিব) মোঃ মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, আইন বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল খায়ের জানান, উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ১২৫ জন গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীর মাঝে এসএসসি পরীক্ষার ফরম ফিলাপ করার জন্য আর্স ও কমার্সে ১৮৫০ টাকা, সায়েন্সে ১৯৭০ টাকা করে বৃত্তি প্রদান করা হয়।