13yercelebration
ঢাকা

সাংবাদিকরাই সমাজের দর্পণ, তাদের লেখনি দেশ ও জাতির কল্যাণে -ওসি ধামইরহাট

Link Copied!

নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে ধামইরহাট থানার নবাগত ওসির সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

১৩ আগস্ট বিকেল ৫ টায় ধামইরহাট থানায় অতি সম্প্রতি যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) মো. বাহাউদ্দিন ফারুকী বিপিএম, পিপিএম এর সাথে মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রেস ক্লাবের আহবায়ক সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম। মত বিনিময়কালে ওসি বাহাউদ্দিন ফারুকী বিপিএম, পিপিএম বলেন,‘সাংবাদিকরাই হলো সমাজের দর্পন, তাদের লেখনি দেশ ও জাতির কল্যাণ বয়ে আনে। ’

এ সময় সিনিয়র সাংবাদিক এম এ মালেক, আব্দুল্লাহ হামিদী, আব্দুল্লাহ হেল বাকী, সাংবাদিক আবুল বয়ান মো. আব্দুজ্জাহের, উপজেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু মুছা স্বপন, প্রতিষ্ঠাতা সম্পাদক কাউন্সিলর মেহেদী হাসান, উপদেষ্টা জুলফিকার আলী, জাহাঙ্গীর আলম, সদস্য শামীম রেজা, পাস্কায়েল হেমরম, সাইফুল ইসলাম, জাহিদ হাসান, আমজাদ হোসেন, সুফল চন্দ্র বর্মন, আনিছুর রহমান, মেহেদী হাসান উজ্জল, মো. উজ্জল হোসেন, মোস্তাফিজুর রহমান বাবু, সোহেল রানা, এ.কে নোমান প্রমুখ উপস্থিত ছিলেন এবং উপস্থিত সকল সাংবাদিক নবাগত ওসি বাহাউদ্দিন ফারুকীকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন।

প্রসঙ্গত, ধামইরহাট থানার ওসি বাহাউদ্দিন ফারুকী বিপিএম, পিপিএম ধামইরহাট উপজেলায় গত ১৯ জুলাই ২০২৩ এ ধামইরহাট থানায় যোগদান করেন, তিনি এর আগে সিআইডি, ঢাকায় কর্মরত ছিলেন এবং সিরাজগঞ্জের সদর থানা, তাড়াশ এবং পাবনা জেলার ইশ্বরদী থানায় অফিসার ইনচার্জ হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। মত বিনিময় কালে তিনি ধামইরহাট থানাকে মাদক মুক্ত করা তথা সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় সাংবাদিক ও সুশীল সমাজের সহযোগিতা কামনা করেন।

http://www.anandalokfoundation.com/