স্টাফ রিপোর্টার বেনাপোল (যশোর): যশোরের বেনাপোলে রজনী ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে এক প্রসূতি মায়ের দীর্ঘ ১১ ঘন্টা মিথ্যা আশ্বাসে চিকিৎসা সেবা না দেওয়ায় নবজাতকের মৃত্যু হয়েছে ।
বুধবার (১৩ নভেম্বর) সন্ধা ৭ টায় বেনাপোলের রজনী ক্লিনিকে এ ঘটনা ঘটেছে।
প্রসূতি নারীর পিতা আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান ,মেয়েকে সকাল সাড়ে ৮ টার সময় বেনাপোল রজনী ক্লিনিকে ভর্তি করা হয়। এ সময় আমি রজনী ক্লিনিক প্রতিষ্ঠাতা ডাক্তার আমজাদ হোসেন কে জানায় রোগীর ডায়াবেটিস আছে, তার অবস্থা ক্রিটিকাল মনে হলে আমারা তাকে উন্নত চিকিৎসার জন্য যশোরের হসপিটালে নিয়ে যেতে চাই। এসময় তিনি বলেন কয়েকটা টেস্ট করার পরে রুগীর অবস্থা সম্পর্কে বলতে পারবো। আমার ছেলে আসাদুজ্জামান রুগির সব টেস্ট করবে এবং আপনাদেরকে জানাবে। আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন।
তিনি আরো বলেন, দীর্ঘক্ষণ অপেক্ষার পরে তার ছেলে আসাদুজ্জামানকে জিজ্ঞাসা করলে সে আমাকে বলে কোন সমস্যা নেই মা ও বাচ্চা সুস্থ আছে। এবং অন্যান্য সবগুলোও রিপোর্ট ভালো আছে। দুপুর ১ থেকে ৪ টার মধ্যে প্রসূতি ও গাইনী বিশেষজ্ঞ ডাক্তার আসাদুজ্জামান এসে রুগিকে সিজার করবে। পরবর্তীতে দীর্ঘ সময় অপেক্ষার পর সন্ধা সাড়ে ৬ টায় সিজার করা হয় এবং কর্তব্যরত চিকিৎসক জানান নবজাতক মায়ের গর্ভে মৃত আবস্থায় ছিল।
এসময় এ ঘটনাকে কেন্দ্র করে রজনী ক্লিনিকে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। এঘটনায় এলাকার কিছু প্রভাবসালি ব্যক্তিদের দ্বারা ভুক্তভোগীর পরিবারকে অর্থের বিনিময়ে মামলা না করার নির্দেশ দেয় । পরবর্তীতে ঘটনাস্থলে পুলিশ আসলে রুগীর পরিবার জানায় ক্লিনিকের ডাক্তার দের বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ নেই। এটা ভাগ্যে ছিলো তাই হয়েছে।
প্রসূতি ও গাইনী বিশেষজ্ঞ ডাক্তার আসাদুজ্জামান জানান, রুগীর সব ধরনের টেষ্ট রিপোর্ট ভালো দেখেছি যার কারণে আমি অপারেশন করেছি। এবং রুগীর পেটের ভেতর নবজাতক মৃত অবস্থাতেই ছিল। এতে আমার কোন দোষ নেই।
এদিকে স্থানীয়রা জানান,এর আগেও বেশ কয়েকবার এ ক্লিনিকে এমন ঘটনা ঘটেছে। একবার এক রুগীর অপারেশনের পর রুগী সুস্থ না হয়ে আরো অসুস্থ হতে থাকে। এতে রুগীকে উন্নত চিকিৎসার জন্য যশোরের এক হসপিটালে নেওয়া হলে বিভিন্ন পরীক্ষা নিরিক্ষার পর কর্তব্যরত চিকিৎসক জানান পেটের ভেতর গজ রেখেয় অপারেশন সম্পূর্ণ করা হয়েছে। তখনও এ ঘটনা প্রভাবসালি দ্বারা অর্থের বিনিময় ধামা চাপা দেওয়া হয়েছিল।
তারা আরো জানায়, ডাক্তার আমজাদ হোসেনের ছেলে আসাদুজ্জামান একজন অনঅভিজ্ঞ প্যাথলজিষ্ট। সে প্যাথলজিতে ডিপ্লোমা করে দীর্ঘদিন ধরে রজনী ক্লিনিকের সব ধরনের টেষ্টের রিপোর্ট পরীক্ষার নিরক্ষা করছে।
যশোরের নাভরণ সার্কেলের সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান বলেন, আমার ঘটনাটি শুনেছি ও ঘটনাস্থল পরিদর্শন করেছি। রুগীর পরিবার যদি ক্লিনিকের বিরুদ্ধে মামলা করে তাহলে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিবো।