14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মার্কিন নাগরিকদের পার্বত্য চট্টগ্রাম ভ্রমণে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র

ডেস্ক
April 20, 2025 10:56 am
Link Copied!

বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য পার্বত্য চট্টগ্রাম ভ্রমণে সর্বোচ্চ অর্থাৎ চতুর্থ ধাপের সতর্কতা ও বাংলাদেশে ভ্রমণে তৃতীয় ধাপের সতর্কতা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।

গত শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বাংলাদেশ ভ্রমণ নির্দেশিকা হালনাগাদ করা হয়েছে।

ভ্রমণ নির্দেশিকায় বলা হয়েছে, গত বছর বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের পর নাগরিক অস্থিরতা এবং সহিংস সংঘাত অনেকাংশে কমে গেছে। মাঝে মাঝে বিক্ষোভ হয়। সেগুলো সহিংস সংঘর্ষে রূপ নেওয়ার সম্ভাবনা থাকে। স্বল্প সময়ের মধ্যে পরিস্থিতি পরিবর্তিত হতে পারে।

যুক্তরাষ্ট্রের নাগরিকদের সব সমাবেশ, এমনকি শান্তিপূর্ণ সমাবেশও এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এর কারণ হিসেবে পররাষ্ট্র দপ্তর বলেছে, খুব কম সময়ের মধ্যে বা কোনো সতর্কতা ছাড়া সমাবেশগুলো সহিংস হয়ে উঠতে পারে।

কোনো দেশে ভ্রমণের আগে পরিস্থিতি বুঝে ভ্রমণের প্রয়োজনীয়তা পুনর্বিবেচনা করার পরামর্শ দিতে তৃতীয় ধাপের সতর্কতা জারি করা হয়। মূলত এর মাধ্যমে সংশ্লিষ্ট দেশ ভ্রমণে নিরুৎসাহিত করা হয়ে থাকে।

ঝুঁকির কারণে বাংলাদেশে কর্মরত যুক্তরাষ্ট্রের সরকারি কর্মীদের ঢাকায় কূটনৈতিক এলাকার বাইরে অপ্রয়োজনীয় চলাফেরা নিষিদ্ধ করা হয়েছে। ঝুঁকির কারণে বাংলাদেশে কর্মরত যুক্তরাষ্ট্রের সরকারি কর্মীদের ঢাকার বাইরে কক্সবাজার ও সিলেট ছাড়া অন্য কোনো জেলায় যেতে বিশেষ অনুমতির প্রয়োজন হবে।

http://www.anandalokfoundation.com/