বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি অবমাননার অভিযোগ প্রমাণিত হওয়ায় আগৈলঝাড়া উপজেলা সদরের শতবর্ষী ভেগাই হালদার পাবলিক একাডেমির প্রধান শিক্ষক যতীন্দ্রনাথ মিস্ত্রিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। যতীন্দ্র নাথ মিস্ত্রী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বাকাল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে এ সংক্রান্ত চিঠি অভিযুক্তের কাছে প্রেরণ করা হয় বলে জানিয়েছেন ইউএনও বিপুল চন্দ্র দাস।
জানা যায়, প্রধান শিক্ষকের কক্ষ পরিবর্তন করে মেয়েদের কমন রুম বানানো হয়েছে। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সরাতে দেরি হওয়ায় তার বিরুদ্ধে অভিযোগ এনে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ভেগাই হালদার পাবলিক একাডেমির মেয়েদের কমনরুমের টয়লেটের দরজার উপরে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সাটানো রয়েছে। যা রাষ্ট্রীয় ছবি অবমাননার সামিল।
এই অভিযোগে শুক্রবার বিকেলে বরখাস্তকৃত প্রধানশিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ওই স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ফুল্লশ্রী গ্রামের ইদ্রিস হাওলাদারের ছেলে খায়রুল বাশার বাপ্পি। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) নকিব আকরাম।
শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি বিপুল চন্দ্র দাস তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলের সূত্রধরে অভিযোগের তদন্ত করা হয়। তদন্ত রিপোর্টে রাষ্ট্রীয় ছবি অবমাননার সত্যতা পাওয়ার পর এডহক কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়।
সভার প্রধান শিক্ষক যতীন্দ্রনাথ মিস্ত্রিকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে জাতির পিতা ও প্রধানমন্ত্রীর ছবি অবমাননার প্রেক্ষিতে প্রধান শিক্ষক যতীন্দ্রনাথ মিস্ত্রির বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের জন্য থানার ওসির কাছে সুপারিশ করা হয়েছে।
থানার ওসি (তদন্ত) মোঃ নকিব আকরাম জানান, প্রধান শিক্ষক যতীন্দ্রনাথ মিস্ত্রির বিরুদ্ধে রাষ্ট্রীয় ছবি অবমাননার অভিযোগে শুক্রবার রাতে ফুল্লশ্রী গ্রামের বাসিন্দা খায়রুল বাশার বাপ্পী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।