14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধু ও তার পরিবারের পলাতক হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবীতে ঝিনাইদহে ছাত্রলীগের মানববন্ধন

admin
August 14, 2016 7:06 pm
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের অন্যানো সদস্যের হত্যার পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবীতে ঝিনাইদহে মানবন্ধন কর্মসূচী পালন করেছে জেলা ছাত্রলীগ। রোববার সকালে শহরের পোষ্ট অফিস মোড়ে এ কর্মসূচী পালন করা হয়।

ঘন্টাব্যাপী এই মানবন্ধনে জেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদ, সাধারণ সম্পাদক রানা হামিদ, ঝিনাইদহ কলেজ ছাত্রলীগের সভাপতি আব্দুল আওয়াল, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, পলিটেকনিক ছাত্রলীগের সভাপতি প্রিন্স আহম্মেদ, সাধারণ সম্পাদক তামিম হোসেন সহ অন্যানোরা বক্তব্য রাখেন।

সেসময় বক্তারা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের অন্যানো সদস্যের হত্যার পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে অবিলম্বে ফাঁসির রায় কার্যকর করতে সরকারের প্রতি আহ্বান জানান।

http://www.anandalokfoundation.com/