14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আগৈলঝাড়ায় ভোক্তা অধিদপ্তরে অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানে জরিমানা

Rai Kishori
March 11, 2019 7:02 pm
Link Copied!

আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ  দোকানে মেয়াদোত্তীর্ন ওষুধ রাখা ও ওষুধের প্যাকেটের গায়ে মূল্য তালিকা না থাকায় বরিশালের আগৈলঝাড়ায় ভোক্তা অধিদপ্তরে অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানে জরিমানা আদায় করা হয়েছে।

আইন-শৃংখলা বাহিনীর সদস্যের সহায়তায় সোমবার দুপুরে উপজেলা হাসপাতালে সামনে ভোক্তা অধিদপ্তরে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরে সহকারী পরিচালক শাহ সোয়াইব মিয়া। এসময় তার সাথে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা কেএম ডা.মনিরুল ইসলাম, ভোক্তা অধিদপ্তরের মো.জাহাঙ্গীর হোসেন, উপজেলা স্যানিটারী ইস্পপেক্টর সুকলাল শিকদার।

অভিযানে ভোক্তা অধিকার আইনে আ.মন্নানের মুসলিম মেডিকেল হল ৪হাজার টাকা, আলকাসের ইসলাম মেডিকেল হল ৮হাজার টাকা, জসীম সন্যামতের মা মেডিকেল হল ৫ হাজার টাকা ও নজরুল সন্যামতের সন্যামত ডায়াগনিষ্ট সেন্টারকে ২হাজার টাকা জরিমানার করা হয়েছে।

http://www.anandalokfoundation.com/