14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

শার্শায় ফেনসিডিলসহ মোটর সাইকেল আটক 

Link Copied!

যশোরের শার্শা থানা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে ২১০ বোতল ফেনসিডিলসহ একটি পালসার মোটর সাইকেল জব্দ করেছে। শনিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শার্শার নাভারন – সাতক্ষীরা মহা সড়কের জিবলতিলা নামক স্থান থেকে ৭০বোতল ফেনসিডিল ও একটি পালসার মোটর সাইকেল জব্দ করা হয়।
অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার এস আই মোঃ উজ্বল হোসেন, এস আই আব্দস সবুর ও এ এস আই মোজাফফার হোসেন শার্শার চটকাপোতা গ্রামে অভিযান চালিয়ে মোঃ আকিকুল ইসলামের বাড়ির গোয়াল ঘর থেকে ১৭০ বোতল ফেনসিডিল জব্দ করে। এ সময় ফেনসিডিলের মালিক মাদক ব্যবসায়ী আকিকুল পুলিশের উপস্তিতি টের পেয়ে পালিয়ে যায়। মাদক ব্যবসায়ী আকিকুল চটকাপোতা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। এ ব্যাপারে শার্শা থানায় মাদক আইনে ২টি মামলা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইনচার্জ কে এম রবিউল ইসলাম জানান,গোপন সংবাদ পেয়ে শার্শা থানা পুলিশ শার্শার জিবলী তলা ও চটকাপোতা গ্রামে অভিযান চালিয়ে ২১০বোতল ফেনসিডিলসহ ১টি পালসার মোটরসাইকেল জব্দ করেছে। তিনি বলেন এ ব্যাপারে মামলা হয়েছে। মামলায় আসামীদের গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
http://www.anandalokfoundation.com/