মেহের আমজাদ, মেহেরপুর প্রতিনিধি: “বিশ্ব ভালবাসা দিবস” উপলক্ষে মেহেরপুর ব্লাক অ্যান্ড হোয়াইট ব্যান্ড’র উদ্যোগে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ভ্যালেন্টাইন কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যে সাড়ে ৬ টায় এ উপলক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মিয়াজান আলী।
ব্লাক অ্যান্ড হোয়াইট ব্যান্ড’র ব্যান্ড লিডার আল মামুন অনলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাভলী ইয়াসমিন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সহসভাপতি প্রভাষক নূরুল আহমেদ, মোমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মফিজুর রহমান মফিজ, যুগ্ম সম্পাদক অ্যাড. আব্দুল্লাহ আল মামুন, সাবেক সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক সাইদুর রহমান, ডা. ওবাইদুর রহমান পলাশ, সাংস্কৃতিক কর্মী শামীম জাহাঙ্গীর সেন্টু, মাহাবুবুল হক মন্টু, প্রভাষক মামনুর আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে সাফিনাজ আরা ইরানীকে ব্লাক অ্যান্ড হোয়াইট ব্যান্ড’র পক্ষ থেকে আজীবন গুণীজন সংবর্ধনা প্রদান করা হয়। পরে সেখানে ভ্যালেন্টাইন কনসার্ট অনুষ্ঠিত হয়। এতে সংগীত পরিবেশন করেন অনল, শ্যামল, সুমন আযম, নয়ন, শিমুল প্রমুখ।