ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজ শেষ হচ্ছে শুক্রবার। চার ম্যাচ সিরিজে বাংলাদেশ ২-১ ব্যবধানে এগিয়ে আছে। শেষ ম্যাচে বাংলাদেশ জিতলেই সিরিজ জিতে নেবে। অন্যদিকে বাংলাদেশকে হারাতে পারলেই সিরিজ ড্র করবে জিম্বাবুয়ে।
সিরিজের প্রথম দুই ম্যাচে বাংলাদেশ বেশ দাপট দেখিয়ে জিতে ২-০ ব্যবধানে এগিয়ে যায়। তবে তৃতীয় ম্যাচে বাংলাদেশের সামনে এসে যায় ‘অন্য এক’ জিম্বাবুয়ে। স্বাগতিক দলটিকে ৩১ রানে হারিয়ে সিরিজ ড্রয়ের সম্ভাবনা তৈরী করেছে তারা।
সিরিজের শুরু থেকেই বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যান সাব্বির রহমান দাপটের সঙ্গে খেলে যাচ্ছেন। ব্যাট হাতে তিন ম্যাচে করেছেন সর্বোচ্চ ১৩৯ রান। ৬৯.৫০ গড়ে সাব্বির এ রান করেছেন। প্রথম দুই ম্যাচে ৪৬ ও ৪৩ রান করলেও তৃতীয় ম্যাচে হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন। তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় টি-টোয়েন্টি হাফ সেঞ্চুরি। সর্বোচ্চ ১৪১.৮৩ স্ট্রাইক রেটে সাব্বির এ সিরিজে নিজের ব্যাটিং প্রতিভা দেখিয়েছেন। ১৪ বাউন্ডারির সঙ্গে সাব্বিরের ব্যাট থেকে এসেছে ৪টি ওভার বাউন্ডারির মারও।
শুধু ব্যাট নয়, বল হাতেও সাব্বির নিয়েছেন ৩ উইকেট। দ্বিতীয় ম্যাচে অপরাজিত ৪৩ রান ও ৩ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার পাওয়া সাব্বির প্রথম ও তৃতীয় ম্যাচে বাংলাদেশের সেরা পারফর্মার নির্বাচিত হয়েছেন। সিরিজ সেরার দৌড়ে সাব্বির রয়েছেন সবার থেকে এগিয়ে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজসেরার পুরস্কার পেলে ক্যারিয়ারে প্রথমবারের মতো সিরিজসেরার পুরস্কার জিতে নেবেন মারকুটে ডানহাতি এ ব্যাটসম্যান।
জিম্বাবুয়ের ওপেনার হ্যামিল্টন মাসাকাদজাও ব্যাট হাতে কম যাননি। ৩ ম্যাচে করেছেন ১২৯ রান। ৪৩ গড়ে এ রান করেছেন মাসাকাদজা। প্রথম ম্যাচে সর্বোচ্চ ৭৯ রান করে ম্যাচসেরার পুরস্কারও জেতেন মাসাকাদজা। তবে দলকে ম্যাচ জেতাতে পারেননি। প্রথম ম্যাচে বড় স্কোর পেলেও পরবর্তী দুই ম্যাচে মাসাকাদজার ব্যাট থেকে আসে যথাক্রমে ৩০ ও ২০ রান।
এ দুই ক্রিকেটার বাদে ব্যাট হাতে এক শ’র বেশি রান করেছেন ভুসি সিবান্দা। ৩ ম্যাচে জিম্বাবুয়ের এ ওপেনারের ব্যাট থেকে এসেছে ১১১ রান। সর্বোচ্চ ৪৬। ৩৭ গড়ে এ রান করেছেন সিবান্দা।
অন্যদিকে বল হাতে বাংলাদেশ ও জিম্বাবুয়ের কোনো বোলারই দূত্যি ছড়াতে পারেননি। সর্বোচ্চ ৬ উইকেট নিয়েছেন জিম্বাবুয়ের লেগ স্পিনার গ্রায়েম ক্রেমার। ৪টি করে উইকেট নিয়েছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান ও স্পিনার সাকিব আল হাসান। ৩টি করে উইকেট নিয়েছেন সাব্বির রহমান ও আল-আমিন হোসেন।
সব হিসাব কষে বলাই যায় সিরিজসেরার দৌড়ে সবার থেকে এগিয়ে রয়েছেন সাব্বির রহমান। অলরাউন্ড পারফরম্যান্সের বিচারে প্রথমবারের মতো সিরিজসেরার পুরস্কার উঠতেই পারে ১৩ টি-টোয়েন্টি খেলা সাব্বিরের হাতে।