14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁও শুখ নদীত বালু বালু খেলতে গিয়ে একজনের মৃত! 

Brinda Chowdhury
December 23, 2020 7:53 pm
Link Copied!

আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধি- ঠাকুরগাঁওয়ে নদীতে ডুবে মোছা: মাহিসা আক্তার(৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার ২৩ ডিসেম্বর দুপুরে ঠাকুরগাঁও রোড শুক নদীতে এ ঘটনাটি ঘটে। নিহত মাহিসা আক্তারা গোবিন্দ নগর মুন্সির হাট পৌরসভার ১০ নং ওয়ার্ডের মো: দেলোয়ার হোসেন দেলুর মেয়ে।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো: জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে করেন। এ ঘটনায় মোহম্মদ হাসিব (৮) নামের এক শিশু আহত হয়েছে। সে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজে রেফার্ড করে। আহত শিশুটি একই এলাকার বাসিন্দা উপমা পল্লী উন্নয়ন সংস্থা ফারজানা আক্তার পাখি ও মৃত জাহাঙ্গীর বাবুর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়- দুপুরে তারা ঠাকুরগাঁও রোডের শুক নদীর পাড়ে খেলতে যায়। এমন সময় গোসল করতে নেমে দুজনে ডুবে যায়। পরে স্থানীয়দের নজরে পড়লে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন এবং অপর আহত শিশুটিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।
http://www.anandalokfoundation.com/