ষ্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥ ঝিনাইদহ র্যাব-৬ এর সদস্যরা কেন্দ্রিয় বাস টার্মিনাল থেকে ৭৪ বোতল ফেন্সিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
বুধবার (২০ ফেব্রুয়ারি-১৯) সকাল সাড়ে ৯ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র্যাব-৬ এর একটি আভিযানিক দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম এবং স্কোয়াড কমান্ডার এএসপি আমিনুল কবীর তরফদার এর নেতৃত্বে ঝিনাইদহের কেন্দ্রিয় বাসটার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে “পূর্বাশা পরিবহন” এর বাস কাউন্টারের সামনে থেকে ৭৪ বোতল ফেন্সিডিলসহ সিদ্দিক আলী (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
আটক মাদক ব্যবসায়ী চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার দর্শনা রামনগর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। পরবর্তীতে উক্ত উদ্ধারকৃত ফেন্সিডিল ও গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি(২) ধারার মামলা করা হয়।