14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহ কালীগঞ্জে আখক্ষেতে আগুন

admin
January 24, 2019 11:04 pm
Link Copied!

ষ্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥ ঝিনাইদহের কালীগঞ্জে আখক্ষেতে আগুন লেগে প্রায় আড়াই বিঘা জমির আখ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দয়াপুর মাঠে। এসময় প্রায় আড়াই বিঘা জমির আখসহ আংশিক পানবরজ, মেহগুনি গাছ আগুনে পুড়ে যায়। এতে কৃষক রহিম, পিকুল ও আজিজুলসহ ৭/৮ জন কৃষকের প্রায় ৫০ হাজার টাকা ক্ষতি হয়েছে বলে জানাযায়।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুর রহমান জানান, দুপুরে জোহরের নামাজের পর পরই দয়াপুর মাঠে আগুন লেগেছে বলে জানতে পেরে আমার ঘটনাস্থলে গিয়ে ১ ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রনে আনি। তার আগেই দয়াপুর গ্রামের আলতাফ বিশ্বাসের দুই ছেলে কৃষক পিকুল ও আজিজুলের ২ বিঘা ও একই গ্রামের আরমানের ছেলে রহিমে ৫ কাটা জমির আখ একেবারে পুড়ে ছাই হয়ে যায়।

এসময় পাশের আংশিক পানবরজ, মেহগুনি গাছ ও অন্যান্য কৃষকদের আখে ক্ষেতেও আগুন ধরে যায়। কৃষকদের প্রায় ৫০ হাজার টাকা কয়ক্ষতি হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। তিনি আরো বলেন, আগুনের হাত থেকে তারা প্রায় ১শত বিঘা জমির আখ রক্ষা করেছেন। তবে বিড়ির আগুন থেকে আগুনের সুত্রপাত বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

http://www.anandalokfoundation.com/