14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডলের জন্মস্থানে ১১৫ তম জন্মজয়ন্তী পালিত

admin
January 30, 2019 10:39 am
Link Copied!

দীনেশ চন্দ্র জয়ধরঃ  মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডলের ১১৫ তম জন্মজয়ন্তী পালন। নির্যাতিত, নিপীড়িত ও অবহেলিত গণমানুষের মহান নেতা অবিভক্ত ভারতবর্ষের প্রাক্তন আইনমন্ত্রী মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডল।

১১৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে বরিশাল জেলার গৌরনদী উপজেলার মৈস্তারকান্দি গ্রামে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, আলোচনা সভা ও কবিগান অনুষ্ঠিত হয়। মহাপ্রাণ যোগেন্দ্রনাথ স্মৃতি পরিষদের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন মন্টুরঞ্জন মণ্ডল। সভায় জ্ঞানগর্ভ আলোচনা করেন পরিষদের ইতিহাস ও গবেষণা সম্পাদক বীরমুক্তিযোদ্ধা জনাব মজিদ সরদার।

আরো বক্তব্য রাখেন সরকারি শেখ হাসিনা উইমেন্স কলেজের প্রভাষক দিনেশচন্দ্র জয়ধর, বাকাই নিরঞ্জন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পার্থসারথি হালদার, বাশাইল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পলাশ কর্মকার, পরিষদের সাধারণ সম্পাদক মনোতোষ সরকার, সমাজসেবক সুনীল চন্দ্র হালদার, সমাজসেবক কাঁলাচাঁদ সরকার, সমাজসেবক নিত্যানন্দ মণ্ডল প্রমুখ। কবিগান পরিবেশন করেন মনিলাল সরকার ও তাপস সরকার।

http://www.anandalokfoundation.com/