13yercelebration
ঢাকা
শিরোনাম

মেডিকেল কলেজগুলোর মান বৃদ্ধি করে মানসম্মত চিকিৎসক তৈরি করতে হবে -স্বাস্থ্যমন্ত্রী

জলবায়ু কূটনীতি ও ইকো-ট্যুরিজম সম্প্রসারণে একযোগে কাজ করবে বাংলাদেশ ও মালদ্বীপ -পরিবেশমন্ত্রী

গৌরনদী পৌরসভা উপ-নির্বাচনে সংঘর্ষ ওয়ার্ড ছাত্রলীগ সভাপতিকে কুপিয়ে হত্যা চেস্টা

গৌরনদী পৌরসভা উপ-নির্বাচন, অনিয়মের অভিযোগে পোলিং অফিসার আটক

গৌরনদী পৌরসভা উপ-নির্বাচন, অনিয়মের দায়ে প্রিজাইডিং কর্মকর্তা সহ আটক তিন

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে আওতাভুক্ত দপ্তরের এপিএ স্বাক্ষর ও শুদ্ধাচার পুরস্কার প্রদান

যথাশীঘ্র সম্ভব ব্রেস্ট ক্যান্সার শনাক্তকরণ সবচেয়ে গুরুত্বপূর্ণ -স্বাস্থ্যমন্ত্রী

আজকের সর্বশেষ সবখবর

হিগুয়েনের জুভেন্টাসের হার

admin
September 19, 2016 12:40 pm
Link Copied!

ক্রীড়া ডেস্ক: জুভেন্টাস ইতালিয়ান সিরি`আ শিরোপাটার যেন অঘোষিত মালিকই। নিজেদের সেরাটা জানান দিয়ে সর্বশেষ পাঁচটি মৌসুমের ট্রফি শোকেসে তুলেছে জুভিরা। চলতি মৌসুমেও সেই লক্ষ্যে এগোচ্ছে দলটি। তবে রোববার রাতে ইন্টার মিলানের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরেছে বর্তমান লিগ চ্যাম্পিয়নরা।

ইন্টার মিলানের মাঠে গতকাল রাতে হাই-ভোল্টেজ ম্যাচের প্রথমার্ধে গোল পায়নি কোনো দলই। বিশ্রাম শেষে দ্বিতীয়ার্ধে মাঠে নেমে শুরুতে এগিয়েছিল জুভিরাই। দারুণ আক্রমনে এক প্রকার জয়ের আভাসই দিয়েছিল সামি খেদিরা, দিবালা ও বুফনরা। ম্যাচের ৬৬ মিনিটে লিচটেইনারের গোলে এগিয়ে যায় সফরকারী দলটি।

তবে ঘরের মাঠে গোলের শোধ দিতে মাত্র দুই মিনিট সময় নেয় ইন্টার মিলান। ম্যাচের ৬৮ মিনিটে ইন্টারের হয়ে গোল করেন আর্জেন্টাইন তারকা মাউরো ইকার্দি। তাকে গোল করতে সহায়তা করেন স্বদেশী তারকা এভার বানেগা।

১-১ ব্যবধানে সমতায় ফেরার পর কিছুটা আত্মবিশ্বাস ফিরে পায় ইন্টার মিলান। এ সময় দারুণ আক্রমনে এগিয়ে থাকায় নিজেদের ব্যবধান বাড়ানোর সুযোগ পায় দলটি। ম্যাচের ৭৮ মিনিটে ইন্টারের হয়ে গোল করেন ইভান পারসিক। ইকার্দির সহায়তায় এ গোলের মাধ্যমে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ইন্টারমিলান।

ম্যাচের ৯০ মিনিটে এভার বানেগা লাল কার্ড দেখে মাঠ ছাড়লে দশজনের দলে পরিনত হয় ইন্টার। তবে ঘরের মাঠে শেষপর্যন্ত লিড ধরে রাখতে সমস্যা হয়নি তাদের। দশজনের দল নিয়েই ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠে ছাড়ে তারা।

এ জয়ের ফলে চার ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে ইন্টার মিলান। আর সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে জুভেন্টাস। চার ম্যাচ শেষে শীর্ষে থাকা নাপোলির স্কোরবোর্ডে জমা রয়েছে ১০ পয়েন্ট।

http://www.anandalokfoundation.com/