14rh-year-thenewse
ঢাকা আজ বুধবার আগস্ট 13, 2025
আজকের সর্বশেষ সবখবর

সড়ক দুর্ঘটনায় নিহত সাংবাদিক ইউনুসের পরিবারের পাশে সমাজকল্যাণ মন্ত্রী

পিআইডি
September 24, 2023 4:57 pm
Link Copied!

লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত সাংবাদিক ইউনুস আলীর পরিবারের পাশে দাঁড়িয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

গতকাল মন্ত্রী লালমনিরহাট জেলা সার্কিট হাউসে নিহত সাংবাদিক ইউনুস আলীর স্ত্রী ও দুই সন্তানের কাছে নগদ এক লাখ টাকা হস্তান্তর করেন।

এসময় মন্ত্রী বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ, তারা প্রকৃত ঘটনা উদঘাটন করে বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরেন। সাংবাদিকরা পত্রিকায় লেখালেখির মাধ্যমেই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে। মন্ত্রী এসময় যেকোন সমস্যায় নিহত সাংবাদিক পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন, লালমনিরহাট টিভি ফোরামের সভাপতি আনিছুর রহমান লাডলাসহ বিভিন্ন গণমাধ্যমের লালমনিরহাট জেলা প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর শনিবার জাতীয় পার্টির জেলা সম্মেলনের সংবাদ সংগ্রহ শেষে আদিতমারী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে সড়ক দুর্ঘটনায় নিহত হন সাংবাদিক ইউনুস আলী।

http://www.anandalokfoundation.com/