13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সৌদিতে একা ঘুরতে পারবেন নারীরা

admin
January 12, 2018 10:40 am
Link Copied!

আন্তর্জাতিক ডেস্কঃ ২৫ বছর বয়সের বেশি যে কোনো দেশের নারী এখন থেকে একাই সৌদি আরব ভ্রমণ করতে পারবেন। মূলত সৌদি পর্যটন শিল্পের বিকাশের জন্য এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। সৌদির এ উদ্যোগকে যুগান্তকারী ভূমিকা হিসেবে দেখা হচ্ছে। কেবল ২৫-ঊর্ধ্ব নারীরাই এ অনুমোদন পাবেন। নতুন এ আইন শুধু ভিনদেশি নারীদের জন্য। আরব নিউজের এক খবরে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।

সৌদি কমিশন অব ট্যুরিজম অ্যান্ড ন্যাশনাল হেরিটেজের পক্ষ থেকে এই অনুমোদন দেয়া হয়েছে। তবে ২৫ বছরের কম বয়সী নারীদের জন্য এই অনুমোদন প্রযোজ্য নয়। তারাও ভ্রমণ করতে পারবেন, তবে সঙ্গে অবশ্যই থাকতে হবে পরিবারের যে কোনো একজন সদস্য।

কমিশনের লাইসেন্স বিভাগের মহাপরিচালক ওমর আল-মুবারক বলেন, এটি হবে একটি সিঙ্গেল-এন্ট্রি ভিসা। এর মেয়াদকাল ৩০ দিন। এটি দিয়ে তারা ভ্রমণ, হজ ও ওমরা পালন করতে পারবেন।

২০১৮ সালের প্রথম তিন মাসের মধ্যেই এই ট্যুরিজম ভিসা ইস্যুর প্রক্রিয়া শুরু হবে বলে আশা প্রকাশ করেছে সৌদি কমিশন অব ট্যুরিজম অ্যান্ড ন্যাশনাল হেরিটেজ।

‘ইতিমধ্যেই এই ভ্রমণ ভিসার প্রধান ও নির্বাহী আদেশ-প্রত্যাদেশগুলো চূড়ান্ত করা হয়েছে।

http://www.anandalokfoundation.com/