14rh-year-thenewse
ঢাকা আজ বুধবার আগস্ট 13, 2025
আজকের সর্বশেষ সবখবর

সুষ্ঠু ভোট হওয়ার কোনও সুযোগ নেই -বিএনপি প্রার্থী জাহাঙ্গীর

Rai Kishori
November 12, 2020 12:34 pm
Link Copied!

সুষ্ঠু ভোট হওয়ার কোনও সুযোগ নেই। এ সরকার ২০১৪ ও ২০১৮ সালে যেভাবে ভোটার বিহীন নির্বাচন করেছে ঠিক একই ভাবে এ উপ-নির্বাচনও সেভাবেই বিজয়ী হতে চায়। ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনে বিএনপি প্রার্থী এসএম জাহাঙ্গীর হোসেন এসব কথা বলেন।

আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে  আবদুল্লাহপুর আদর্শ বিদ্যানিকেতনে ভোট প্রধান শেষে তিনি এসব বলেন।

এসএম জাহাঙ্গীর সাংবাদিকদের বলেন, এ উপনির্বাচন ছিল আওয়ামী লীগের জনপ্রিয়তা যাচাই করার একটা উত্তম সুযোগ কিন্তু তারা সেটা করেনি। রাজউকের ভোট কেন্দ্রগুলো পরিদর্শনে গিয়ে প্রিজাইডিং অফিসারের সঙ্গে কথা বলে জানতে পারলাম, সেখানে আটটি ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মধ্যে চারটি নষ্ট।

তিনি আরও অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ যেভাবে বাহির থেকে সন্ত্রাসীদের জড়ো করেছে ঢাকার বাহির থেকে সন্ত্রাসী এনে জড়ো করেছে। ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারছে না তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে। সে কারণে জনগণ ও সুষ্ঠুভাবে ভোট দিতে পারছেন না। ভোটের আগে আমরা যে শঙ্কাগুলো করেছিলাম সেগুলোর সব আজ বাস্তবে রূপ নিয়েছে। অন্যদিকে দুই-একটি কেন্দ্রে আমাদের এজেন্ট ঢুকলেও বাকি সব সেন্টার থেকে আমাদের এজেন্ট বের করে দেয়া হচ্ছে।

এই সরকার কোনও ভাবে চায় না জনগণ ভোট দিতে আসুক। মানুষ যদি ভোট দিতে আসে তাহলে আওয়ামী লীগ পরাজয় হবে তারা ধানের শীষে ভোট দিবে। রাজধানীর বাহির থেকে সন্ত্রাসী এনে কেন্দ্র কেন্দ্র ক্যাম্প করছে সরকার দলীয় লোকজন।

কিন্তু আইনে বলা আছে নির্বাচনের দিন কেন্দ্রের আশপাশের এলাকায় ১৪৪ ধারা থাকবে অথচ সরকার দলীয় লোকজন প্রতিটি কেন্দ্রের সামনে ক্যাম্প বসেছিয়েছে। এই সরকার চায়ই না ভোটাররা ভোট দিতে আসুক।

http://www.anandalokfoundation.com/