রতি কান্ত রায়, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার সদর উপজেলার যাত্রাপুর হাট পুরো এলাকা জেলা পুলিশ কুড়িগ্রামের উদ্যোগে সিসি ক্যামেরা দারা নিয়ন্ত্রিত করা হয়েছে। সিসিটিভি কার্যক্রমের শুভ উদ্বোধন করেন পুলিশ সুপার কুড়িগ্রাম মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম।
পুলিশ সুপার কুড়িগ্রামের নির্দেশনায় কুড়িগ্রাম সদর থানা অফিসার ইনচার্জ মাহাফুজার রহমানের প্রচেষ্টায় সদর থানাধীন ৪০০ দোকান সমৃদ্ধ ঐতিহ্যবাহী যাত্রাপুর বাজারের পুরোটা সিসিটিভি কাভারেজের আওতায় আনা হয়েছে। নিরাপত্তার জন্য সচেতনতা প্রয়োজন বাজারের ব্যবসায়ীদের অর্থায়নে ৩,৮০,০০০ টাকা ব্যয়ে এটা সম্ভব হয়েছে।
পুলিশ সুপার কুড়িগ্রাম মহিবুল ইসলাম খান বিপিএম বলেন, মুজিববর্ষকে ঘিরে জেলা পুলিশের উদ্যোগে জেলার গুরুত্বপূর্ণ সকল বাজার সিসিটিভির আওতায় আনা হবে।