14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সিরিজ নিশ্চিত দক্ষিণ আফ্রিকার

admin
October 19, 2017 2:34 am
Link Copied!

ক্রীড়া প্রতিবেদকঃ বাংলাদেশর বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজ নিশ্চিত করলো দক্ষিণ আফ্রিকা। আজ বুধবার পার্লে ১০৪ রানের জয় পেয়েছে প্রোটিয়ারা।

পার্লে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৩৫৩ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাটিংয়ে নেমে সব উইকেট হারিয়ে ২৪৯ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। ফলে ১০৪ রানের জয় পেয়েছে প্রোটিয়ারা।

দক্ষিণ আফ্রিকার ৩৫৩ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই প্রিটোরিয়াসের শিকার হন ওপেনার তামিম। দলীয় ৪৪ রান এবং নিজের ২৩ রানের মাথায় এলবিডাব্লিউয়ের ফাঁদে পড়েন তামিম।

তামিম ফেরার পর ইমরুলের সঙ্গে ক্রিজে যোগ দিয়েছেন লিটন দাস। কিন্তু লিটন দাসও ব্যক্তিগত ১৪ রানে আউট হয়ে ফেরেন। এরপর ইমরুলের সঙ্গে ক্রিজে যোগ দেন মুশফিকুর রহিম। কিন্তু দলীয় ১৬২ রান এবং নিজের ৬৮ রানে ইমরান তাহিরের বলে ডু প্লেসিসের হাতে ধরা পড়েন ইমরুল কায়েস।

ইমরুল ফেরার পর মুশফিকের সঙ্গে ক্রিজে আসেন সাকিব আল হাসান। তবে সেই তাহিরের বলেই মাত্র ৫ রান করে বিদায় হন সাকিব। দলীয় রান তখন ১৭১।

এরপর মুশফিককে সঙ্গ দিতে আসেন মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু দলের ১৮৪ রানের মাথায় প্রিটোরিয়াসের বলে ডুমিনির হাতে ধরা দেন মুশফিক। দলীয় সংগ্রহে ৬০ রান যোগ কেই সাজঘরে ফেরেন মুশফিক।

মুশফিক ফেরার পর মাহমুদউল্লাহর সঙ্গে যোগ দেন সাব্বির রহমান। তবে মাহমুদউল্লাহকে ফেলেই তামিরের বলে ডু প্লেসিসের তালুবন্দি হয়ে ফেরেন সাব্বির। দলীয় ২১৯ রান এবং নিজের ১৭ রানের মাথায় সাজঘরে ফেরেন তিনি। একের পর এক উইকেট পতনের ফলে কোণঠাসা হয়ে পড়েছে বাংলাদেশ।

এরপর মাহমুদউল্লাহর সঙ্গে ব্যাট হতে ক্রিজে আসেন নাসির হোসেন। কিন্তু দলীয় সংগ্রহে মাত্র ৩ রান যোগ করে বোল্ড হয়ে ফেরেন নাসির। তাকে বোল্ড করেন পেহলুকওয়ে। তারপর ক্রিজে যোগ দিয়েছিলেন অধিনায়ক মাশরাফি। তিনি দলীয় সংগ্রহে কোনো রান যোগ করার আগেই পেহলুকওয়ের এলবিডাব্লিউয়ের ফাঁদে পড়েন।

এরপর মাহমুদউল্লাহও ৩৫ রানে পেহলুকওয়ের বলে বোল্ড হয়ে ফেরেন। তখন দলীয় রান ২৩৯ রান। এরপর একই পথ ধরেন রুবেল হোসেন।ব্যক্তিগত ৮ রানের মাথায় বোল্ড হন রুবেল। তাকে ফেরত পাঠায় পিটারসন।

http://www.anandalokfoundation.com/