14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সালথায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল, সম্পাদক কামাল ও সাংগঠণিক সাজ্জাদ

নিউজ ডেস্ক
March 5, 2022 11:00 pm
Link Copied!

আবু নাসের হুসাইন, সালথা: ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ মার্চ) বিকাল ৪টায় সালথা অডিটোরিয়ামে এ সম্মেলনের আয়োজন করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সালথা উপজেলা শাখা।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমারত হোসেন পিকুল মোল্যার সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর রাজনৈতিক প্রতিনিধি কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল আলিম ব্যাপারী।

সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী জাহিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য মোঃ শফিউদ্দিন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠণিক সম্পাদক নুরুল ইসলাম রাজা, দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ, সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির শিশু ও পরিবার কল্যাণ সম্পাদক এম. এম. মেহেদী হাসান লিটু, গণযোগাযোগ ও সাংবাদিকতা উপ-সম্পাদক তানভীর আক্তার শিপার, ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফয়সল আহমেদ রবিন সহ জেলা ও উপজেলা সেচ্ছাসেবক লীগের নেতাকর্মীবৃন্দ।

সম্মেলন শেষে মোঃ রাকিবুল হাসান জুয়েলকে সভাপতি, মোঃ কামাল হোসেনকে সাধারণ সম্পাদক ও মোঃ সাজ্জাদ হোসেনকে সাংগঠণিক সম্পাদক করে সালথা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আংশিক কমিটি ঘোষনা দেন কেন্দ্রীয় নেতারা।

http://www.anandalokfoundation.com/