আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি: ফরিদপুরের সালথায় যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। বুধবার রাত ১২টা ১মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে দিবসের সূচনা হয়।
ভাষার গান আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী আমি কি ভূলিতে পারি গেয়ে গেয়ে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন সংসদ উপনেতার প্রতিনিধিগণ, উপজেলা প্রশাসন, বাংলাদেশ পুলিশ সালথা থানা, উপজেলা আওয়ামী লীগ, সরকারী সালথা কলেজ, সাব রেজিষ্ট্রার অফিস, সালথা প্রেসক্লাব সহ- বিভিন্ন অংগ সংগঠন।
উপজেলা পরিষদের আয়োজনে সকাল ৯টায় প্রভাত ফেরী র্যালী বের করা হয়। র্যালীটি সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্তরে এসে শেষ হয়!
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাকছুদুল ইসলাম এর সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান, কৃষি অফিসার মোহাম্মাদ বিন ইয়ামিন, মৎস্য অফিসার সৈকত মল্লিক, শিক্ষা অফিসার খোরশেদ আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের, সমাজ সেবা অফিসার ফজলে রাব্বি নোমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু প্রমূখ।