13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সাপাহারে শেষ মহুত্বে জমে উঠেছে আমের বাজার

Link Copied!

আমের রাজধানী খ্যাত নওগাঁর সাপাহারে শেষ মহুত্বে জমে উঠেছে আমের বাজার।

৬আগস্ট রোববার সরেজমিনে দেখা গেছে সকাল থেকেই আম বাজারে বিভিন্ন জাতের আম বিক্রয় করতে এসেছেন আম চাষীগণ। এসময় বাজারে আ¤্রপালী,বারি ফোর, বারি সেভেন, গৌরমতি,ব্যানানা,কিউজাই ও আশি^না আম বাজারে উঠেছে।

এসময় উপজেলার তাঁতইর গ্রামের আমচাষী ফরহাত হোসেন ও খঞ্জনপুর গ্রামের দুরুল হুদা’র সাথে কথা হলে তারা জানান, এখনো কম পক্ষে ১মাস বাজারে আম পাওয়া যাবে। তারা আরো জানান অনেক বাগান মালিক এবং আমচাষী ব্যাগিং পদ্ধতিতে আম সংরক্ষন করছেন।

এক নজরে আজকের প্রকারভেদে আমের বাজার দার- ব্যানানা ৬ হাজার থেকে ৯হাজার, আ¤্রপালী ৩ হাজার থেকে ৭ হাজার, বারি ফোর, বারি সেভেন,২ হাজার ৮শত থেকে সাড়ে ৪ হাজার,গৌরমতি সাড়ে ৩ হাজার থেকে ৭ হাজার এবং আর্শিনা আম ৮০০ থেতে ১৫০০ টাকা মন।

এব্যাপরে রোববার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন এর সাথে কথা হলে তিনি জানান আমচাষীরা যাতে সুন্দর ভাবে আম বাজারজাত করতে পারেন এর জন্য প্রতিনিয়ত উপজেলা প্রশাসন থেকে বাজার মনিটরিং এর ব্যাবস্থা করেছেন।

উল্লেখ্য ৪ আগস্ট উপজেলা চত্ত্বরের সামনে আমের রাজধানী খ্যাত নওগাঁর সাপাহারে আম চত্ত্বর এর শুভ উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার।

http://www.anandalokfoundation.com/