বেড়া (পাবনা) প্রতিনিধি: পাবনা নগরবাড়ি- বগুড়া মহাসড়কের বেড়া-সাঁথিয়ার কাশিনাথপুরের বরাটের সাটিয়াকোলা খানকা শরীফ এর সামনে সড়ক দুর্ঘটনায় টুটুল (২৮) নামের এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আরো দুইজন গুরুতর আহত হয়েছে।
আজ মঙ্গলবার (৩১ শে ডিসেম্বর) সকাল ১২টার দিকে ঘটনাটি ঘটে। টুটুল কাশিনাথপুর ছাতকবরাট গ্রামের বন্দের আলীর ছেলে। ঘটনায় আহত হয়েছে একই এলাকার আহম্মাদপুর গ্রামের শাহরিয়ার শুভ (১৮), কাশিনাথপুর চরপাড়া গ্রামের নবীর (২৫)।
সরেজমিন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, টুটুল ও তার দুই বন্ধু বেঙ্গল মীট হতে কাশিনাথপুরের দিকে যাচ্ছিলেন। এসময় নগরবাড়ি থেকে আসা বগুড়াগামী একটি বাস বরাট খানকা শরীফ এর সামনে আসলে বাস মোটর সাইকেলে সংঘর্ষ হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাশিনাথপুরে যেতেই টুটুলের মৃত্যু হয়। শাহরিয়ার শুভ রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালে এবং নবীর পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।
স্থানীয়রা আরও জানান, কাশিনাথপুর পল্লী বিদ্যুৎ অফিসের বৈদ্যুতিক খুঁটি মহাসড়কের দুই পাশে বিক্ষিপ্ত ভাবে ফেলে রাখার কারনে প্রায়শ: ছোট খাটো দুর্ঘটনা ঘটে। রাস্তার পাশে ফেলে রাখা বৈদ্যুতিক খুঁটিগুলো না থাকলে মোটর সাইকেলটি রাস্তার নিচে গেলে দুর্ঘটনার হাত থেকে হয়তো রক্ষা পেতে পারত।