14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বখাটে মধু মিয়ার উৎপাতে অতিষ্ট হয়ে সঞ্চিতা শব্দকরের আত্মহত্যা

Rai Kishori
May 13, 2020 6:56 am
Link Copied!

মৌলভীবাজার প্রতিনিধি:  মৌলভীবাজারের কমলগঞ্জের আলীনগর ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামের কিশোরী সঞ্চিতা শব্দকরের (১৬) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিবারের সদস্যদের অভিযোগ প্রতিবেশী এক বখাটে যুবকের উৎপাতে অতিষ্ট হয়ে সে ওড়না পেচিয়ে ঘরের চালার সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে।
মঙ্গলবার সকাল ৭ টায় তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। সঞ্চিতা শব্দকর শ্রীনাথপুর শব্দকর পাড়ার ব্রজেন্দ্র শব্দকরের মেয়ে।
শব্দকর উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক উপেন্দ্র শব্দকর বলেন, ‘প্রতিবেশী  ইন্তাজ মিয়ার বখাটে ছেলে মধু মিয়া (২৫) দীর্ঘদিন ধরে শব্দকর কিশোরীকে নানাভাবে উত্ত্যক্ত করছিল। সে এই কিশোরীকে জোর করে ধরে নিয়ে বিয়ে করারও হুমকি দিয়েছিল। মঙ্গলবার ভোর ৬টায় কিশোরী ঘর থেকে বের হয়ে পূজার জন্য ফুল কুড়িয়ে আনে। সকাল ৭ টার দিকে প্রতিবেশী সজল শব্দকরের বাড়ির খড়ের গাদায় রহস্যজনক আগুন লাগলে সবাই আগুন নেভাতে যান। এই ফাঁকে কিশোরী ওড়না গলায় পেচিয়ে ঘরের উপরের চালার সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে। ঘটনার পরই কমলগঞ্জ থানা ও আলীনগর ইউনিয়নের চেয়ারম্যানকে অবহিত করা হয়।
নিহত কিশোরীর বাবা ব্রজেন্দ্র শব্দকর অভিযোগ করে বলেন, ‘ইন্তাজ মিয়ার বখাটে ছেলের উৎপাত চরম আকার ধারণ করেছিল। আর এ উৎপাতের কারণেই আমার মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আমি সুবিচার চাই।’
আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হক বাদশা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন বখাটে মধু মিয়াকে আমরা আটক করেছি। এদিকে কিশোরীর আত্মহত্যার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারের পর লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছ।
http://www.anandalokfoundation.com/