শোকাবহ আগস্ট মাস উপলক্ষে যশোরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পন করা হয়েছে।
আজ সকাল সাড়ে ১১টায় জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী শহরের বকুলতলাস্থ ম্যুরালে এ পুষ্পার্ঘ্য অর্পন করেন।
এসময় নেতৃবন্দ বঙ্গবন্ধুর হত্যার বিচার সম্পন্ন করতে পলাতক খুনিদের ফাঁসি কার্যকরের দাবি জানান। তারা বলেন, খুনিদের মধ্যে অনেকে বিদেশে পালিয়ে আছে। সেই সকল খুনিদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিতে হবে এবং দ্রæত ফাঁসি কার্যাকর করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হুমায়ন কবির কবু, মেহেদী হাসান মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. মনিরুল ইসলাম মনির, জেলা আওয়ামী লীগের সদস্য সামির ইসলাম পিয়াসসহ প্রমুখ।