আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা: লবনের দাম বেশী হওয়ার গুজবে কান না দেয়ার জন্য লোকজনকে সচেতনতার জন্য বরিশালের আগৈলঝাড়া থানা পুলিশের উদ্যেগে মাইকিং করা হয়েছে।
বুধবার সকালে ও মঙ্গলবার সন্ধ্যায় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আফজাল হোসেনের নির্দেশে উপজেলার ৫টি ইউনিয়নের বিভিন্ন হাট বাজারে এসআই আব্বাস উদ্দিন মাইকিং করে লোকজনকে গুজবে কান না দেয়ার জন্য আহবান জানান। কোন ব্যবসায়ী যদি বেশী দামে লবন বিক্রি করে তাৎক্ষনিক ভাবে পুলিশ প্রশাসনকে জানালে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আফজাল হোসেন বলেন, যাতে লোকজন গুজবে কান না দেয় সেই জন্য সচেতন করার জন্য আমরা পুলিশ প্রশাসন থেকে মাইকিং করছি। তার পরেও যদি কেউ বেশী দামে লবন বিক্রি করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।