13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

লক্ষ্মীপুরে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

admin
August 15, 2017 5:53 pm
Link Copied!

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে পৃথক পৃথক শোক র‌্যালি, আলোচন সভা, কাঙালি ভোজ ও দোয়ার মাহফিলসহ জেলাব্যাপি নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে দিবসটি উপলক্ষে জেলা আওয়ামীলীগের উদ্যোগে শহরের উত্তর তেমুহনীতে আলোচনা সভা শেষে এক শোক র‌্যালি শহর প্রদক্ষিন করে। এছাড়া সদর উপজেলা পরিষদ থেকে জেলা প্রশাসন, পৌরসভা প্রাঙ্গণে পৌর মেয়রের উদ্যোগে কাঙালি ভোজ, দোয়া ও মাহফিল আয়োজনসহ বিভিন্ন কর্মসূচিতে দিবসটি পালন করা হয়।

জেলা প্রশাসনের আয়োজনে সভায় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর সদর-৩ আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল, জেলা প্রশাসক হোমায়রা বেগম, জেলা পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, জেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপু, জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল, সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস প্রমুখ।

অপরদিকে পৌরসভার সামনে পৌর মেয়র আলহাজ্ব আবু তাহেরের উদ্যোগে দোয়া মাহফিল, কোরআন খতম, আলোচনা সভা ও কাঙালি ভোজের আয়োজন করা হয়। এতে প্রায় দশ হাজার মানুষের সমাগম হয়।

আলোচনা সভায় বক্তারা ১৯৭৫ সালে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের নির্মমভাবে খুন করার কথা তুলে ধরে অবিলম্বে খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির দাবি জানান।

জেলার চন্দ্রগঞ্জে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, কলেজ পরিচালনা পরিষদের সদস্য আলহাজ্ব এম আলাউদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কলেজের রেক্টর হেলাল উদ্দিন আহমেদ খান, পরিচালনা পরিষদের সদস্য বাবুল হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন, সাবেক ছাত্রনেতা গৌতম মজুমদার, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু, কলেজ ছাত্রলীগের সভাপতি রায়হান ভূঁইয়া, সাধারণ সম্পাদক ওমর ফারুক আরজু প্রমুখ। প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে। প্রধান শিক্ষক সিরাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য দেলোয়ার হোসেন, কামাল হোসেন, মহিউদ্দিন ভুলু, সহকারী প্রধান শিক্ষক নিজাম উদ্দিন প্রমুখ।

এদিকে চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও কাঙালি ভোজ অনুষ্ঠিত হয়েছে। প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নিজাম উদ্দিন। প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল। এছাড়া আরো উপস্থিত ছিলেন, শিল্পপতি এমএ হাসেমসহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ। পরে বিদ্যালয় মাঠে কাঙালি ভোজ অনুষ্ঠিত হয়।

http://www.anandalokfoundation.com/